কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে ইসি বিলুপ্তির দাবি আলালের

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

দেশে গণতন্ত্র ফেরানোর অংশ হিসেবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনীতে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে শহরের কমিউনিটি সেন্টারের সামনে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আলাল বলেন, দয়া করে ছাত্র-জনতার যে বিপ্লব সংঘটিত হয়েছে তাকে ধারণ করুন। ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘুমান। সেই কমিশন ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করুন, নইলে গণতন্ত্র আসবে কীভাবে? সাধারণ মানুষের অধিকার যেন আর কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

দেশবাসী মনে করে- অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থির করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে আজকে একটি পরিবর্তিত অবস্থা হয়েছে। যে সচিবরা স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছে, সে সচিবরাতো এখনও বহাল রয়েছে। তারাতো আওয়ামী লীগের দোসর, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বার বার ষড়যন্ত্র করবেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। এ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনার সহযোগী এবং তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল, তারা বসে নেই। তবে বাংলাদেশ এবং বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না।

পরে বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে- জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে, সকলে মিলে সেটা বাস্তবায়ন করতে হবে প্রত্যাশা ব্যক্ত করে আলাল বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিলে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা করবে, যেটা অতীতে একাধিকবার তারা করেছেন।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনে দলের সমন্বয়ক রফিকুল আলম মজনু, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি আলামিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আকতার, স্বপ্না আহমেদ, ওয়াকিদুজ্জামান ডাবলু, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, জহির হোসেন জয়, রুবেল নিলয়, মো. রুহুল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

চাঁদাবাজকে ধরলে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়াচ্ছে : নুর

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক

অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

যুবদলের কর্মসূচি ঘোষণা

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

১০

ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

১১

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

১২

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে : মাওলানা ইউসুফী

১৩

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৪

১৮তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

১৫

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১৬

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

১৭

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

১৮

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

১৯

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X