কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্যজীবী দলের ‘বিনা লাভের বাজার’ চালু

'বিনা লাভের বাজার' নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।। ছবি : কালবেলা
'বিনা লাভের বাজার' নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।। ছবি : কালবেলা

‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ’ এই স্লোগান সামনে রেখে সবজির মূল্য কমানোর লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা মৎস্যজীবী দলের উদ্যোগে একটি সবজি দোকান চালু করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশে ‘বিনা লাভের বাজার’ নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্যসচিব আবদুর রহিম।

দেখা যায়, প্রাতঃভ্রমণে বের হওয়া পথচারী, স্কুল-কলেজে আসা ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অফিসগামী মানুষ লাইন ধরে এই দোকান থেকে সবজি ক্রয় করেন। বিক্রেতারা সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্রেতাদের চাহিদামতো বিভিন্ন রকম সবজি বিক্রয় করেন।

মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী জানান, ঊর্ধ্বমূল্যের সবজির বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সবজির দোকান উদ্বোধনকালে আব্দুর রহিম বলেন, শাকসবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশছোঁয়া। আকস্মিক বন্যায় দেশের এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হওয়ায় শাকসবজি ও মাছসহ ব্যাপক কৃষিপণ্যের ক্ষতি হয়েছে। যে কারণে শাকসবজি, মাছ ও কৃষিপণ্যের দাম কিছুটা বেড়েছে। পতিত স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তিনি এ সমস্ত সিন্ডিকেট ভেঙে সৎ ব্যবসায়ীদের মানুষের কল্যাণে নতুনভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মৎস্যজীবী দলের সাবেক এই কেন্দ্রীয় সদস্যসচিব বলেন, জীবনযাত্রার কষ্ট বাড়লে ৫ আগস্টের সফল বিপ্লব মানুষের কাছে অর্থহীন মনে হবে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিভিন্ন জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছে। গত ২৬ আগস্ট ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে মৎস্যজীবী দল নগদ অনুদান প্রদান করেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মহানগর উত্তর আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকিবিল্লাহ্, সাবেক কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম চৌধুরী, এইচ এম আবু সাঈদ, গুলশান থানার সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান হীরা, সিনিয়র সহসভাপতি জামাল হোসেন, সহসভাপতি আশরাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X