কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্যজীবী দলের ‘বিনা লাভের বাজার’ চালু

'বিনা লাভের বাজার' নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।। ছবি : কালবেলা
'বিনা লাভের বাজার' নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম।। ছবি : কালবেলা

‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ’ এই স্লোগান সামনে রেখে সবজির মূল্য কমানোর লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা মৎস্যজীবী দলের উদ্যোগে একটি সবজি দোকান চালু করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশে ‘বিনা লাভের বাজার’ নামের এই সবজি দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্যসচিব আবদুর রহিম।

দেখা যায়, প্রাতঃভ্রমণে বের হওয়া পথচারী, স্কুল-কলেজে আসা ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অফিসগামী মানুষ লাইন ধরে এই দোকান থেকে সবজি ক্রয় করেন। বিক্রেতারা সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্রেতাদের চাহিদামতো বিভিন্ন রকম সবজি বিক্রয় করেন।

মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী জানান, ঊর্ধ্বমূল্যের সবজির বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সবজির দোকান উদ্বোধনকালে আব্দুর রহিম বলেন, শাকসবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশছোঁয়া। আকস্মিক বন্যায় দেশের এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হওয়ায় শাকসবজি ও মাছসহ ব্যাপক কৃষিপণ্যের ক্ষতি হয়েছে। যে কারণে শাকসবজি, মাছ ও কৃষিপণ্যের দাম কিছুটা বেড়েছে। পতিত স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তিনি এ সমস্ত সিন্ডিকেট ভেঙে সৎ ব্যবসায়ীদের মানুষের কল্যাণে নতুনভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মৎস্যজীবী দলের সাবেক এই কেন্দ্রীয় সদস্যসচিব বলেন, জীবনযাত্রার কষ্ট বাড়লে ৫ আগস্টের সফল বিপ্লব মানুষের কাছে অর্থহীন মনে হবে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিভিন্ন জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছে। গত ২৬ আগস্ট ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে মৎস্যজীবী দল নগদ অনুদান প্রদান করেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মহানগর উত্তর আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকিবিল্লাহ্, সাবেক কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম চৌধুরী, এইচ এম আবু সাঈদ, গুলশান থানার সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান হীরা, সিনিয়র সহসভাপতি জামাল হোসেন, সহসভাপতি আশরাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

১০

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

১১

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

১২

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

১৪

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১৫

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১৬

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১৭

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৮

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

১৯

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

২০
X