মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

শেবাচিম হাসপাতালে ইজি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। ছবি : কালবেলা
শেবাচিম হাসপাতালে ইজি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। ছবি : কালবেলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যার রোগীদের জন্য ইলেক্ট্রো এনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। দেশের রোগীদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ইইজি মেশিন সরবরাহ করা হয়।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৩৭ নম্বর কক্ষে ইইজি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

এর ফলে এখন থেকে হাসপাতালেই স্বল্প খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পরীক্ষাটি করতে পারবেন রোগীরা।

এর আগে মেশিনটি চালু ও রক্ষণাবেক্ষণের জন্য গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট জিএম ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ ২ জন মেডিকেল টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দিয়েছে তাফিদা রাকিব ফাউন্ডেশন।

পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটির কাজ হলো— মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি ও মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে।

তিনি আরও বলেন, মেশিনটি গরীব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। কারণ, এ পরীক্ষা বেসরকারিভাবে করতে গেলে সাড়ে তিন হাজার টাকার বেশি খরচ হয়। কিন্তু সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬শ টাকা।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য এ হাসপাতালে অত্যন্ত জরুরি ছিল। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এরই মাঝে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। মেশিনটির সাহায্যে আমরা এ অঞ্চলের গরীব রোগীদের আধুনিক সেবা দিতে পারবো।

পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ফিতা কেটে ইলেক্ট্রো এনসেফালোগ্রাফি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১০

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১১

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১২

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১৩

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৪

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৫

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৬

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৭

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৮

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৯

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

২০
X