কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে : আমিনুল হক

ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক।
ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক।

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশন মুকুল ফৌজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে থানাধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার কখনও নির্দিষ্ট সময়ের ভেতরে করা যায় না, এটা একটি চলমান প্রক্রিয়া। যখন যে সমস্যা আসবে, তখন সেই সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের ‘অন্তর্বর্তীকালীন’ দায়িত্ব দিয়েছে। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে যে সংস্কার করা দরকার, আপনারা সেই সংস্কার কাজগুলো করুন। পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, তখন সেই নির্বাচিত সরকারই দল-মত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সংস্কার করবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে- কখন তারা তাদের নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা রূপরেখা’ প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফার মাধ্যমে রাস্ট্র মেরামতের ফলে আমরা বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে পারব।

পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালামের সভাপতিত্বে এবং থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এ্যাড লিটন, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, সাবেক সিনিয়র সহসভাপতি হাজী তৈয়ব, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল আলম নয়ন, থানা সদস্য এম আশরাফুল ইসলাম, পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা শ্রমিক দলের আহবায়ক বশিরুল আলম, থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, রুপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি, যুবদল ৩ নম্বর ওয়ার্ড আহবায়ক দেওয়ান বিপ্লব, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন, মহিলা দল রুপনগর থানার সদস্য সচিব শিল্পী আক্তার, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সদস্য সচিব নাছিমা হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, পল্লবীর বিএনপি নেতা সায়মন মোল্লা প্রমুখ।

এদিকে একই দিন মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে ‘নারী সফলতার অগ্রযাত্রা’র উদ্যোগে নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। এ ছাড়া নারী সফলতার অগ্রযাত্রার পরিচালক নাজনীন আক্তার, বিএনপি মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১০

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১১

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

১২

পাকিস্তানের বন্যায় নিহত ছাড়াল ৪০০

১৩

ছদ্মবেশে ছিনতাইচেষ্টা, হাতেনাতে আটক ৩ নারী

১৪

মোহাম্মদপুরের সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি 

১৫

২২৯ বল বাকি থাকতে ছেলেদের কাছে জ্যোতিদের হার

১৬

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

১৭

কবর জিয়ারত করলে বা সালাম দিলে মৃত ব্যক্তি কি টের পান

১৮

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

১৯

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X