খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে সংহতি প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
বুধবার (২৮ মে) সকালে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবু নগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মহাসমাবেশে অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন।
হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবূনগরী দাওয়াত গ্রহণ করেন এবং মহাসমাবেশের সংহতি প্রকাশ করেন।
আমিরে হেফাজত বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে এই পৃথিবী কোনো নবীর আগমন করবে না। আমাদের নবীর পর যে কোনো কুলাঙ্গার নবী দাবি করবে সে কাফের। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী ও তাদের অনুসারী আহমদী জামাত ও কাদিয়ানী সম্প্রদায় সবাই কাফের ও অমুসলিম।
দল-মত নির্বিশেষে সব মুসলমানদের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য আমিরে হেফাজত বিশেষভাবে আহ্বান জানান।
মন্তব্য করুন