

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় দলটির মহাসচিব প্রফেসর ড. আবদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারাল। গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
বিএনএম নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এতে আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
মন্তব্য করুন