কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলেই প্রতারিত হবেন : গণঅধিকার পরিষদ

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের রাজধানীতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের রাজধানীতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

‘একতরফা’ তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলসমূহের ডাকা দেশব্যাপী অষ্টম দফার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বছরখানেক আগে বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি- ’১৮ সালে জনগণ ভোট দিতে পারেনি।’ এই কারণে দেখেন এইবার তার আসনেও নৌকার নমিনেশন দেওয়া হয়েছে। যারা সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের প্রত্যেককেও এই পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগকে বিশ্বাস করে অনেকে নির্বাচনে যাচ্ছে, কিন্তু গতকালই দেখেছেন তৃণমূল বিএনপির এক নেতার বক্তব্য ভাইরাল হয়েছে। মিডিয়ার উপস্থিতিতে কোনো একজনের সাথে কথা বলছেন। তাকে যে আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই আসন আর দেওয়া হচ্ছে না। যারাই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন, তারাই আওয়ামী লীগের দ্বারা প্রতারিত হবেন। আমাদেরকেও নানা চাপ দেওয়া হচ্ছে, কিন্তু গণঅধিকার পরিষদ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে যাবে না।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার করছে।

তিনি বলেন, ৩০ নভেম্বরের পর থেকে সকল বিরোধী রাজনৈতিক দল একতরফা নির্বাচনকে প্রতিহত করতে রাজপথে থাকবে। গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীদের একই দাবিতে রাজপথে থাকার আহ্বান জানাই।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান,আনিসুর রহমান, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডা.জাফর মাহমুদ, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ উত্তরের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

প্রস্রাবের রং দেখে কি শরীরের অবস্থা টের পাওয়া যায়? কখন ডাক্তারের কাছে যেতেই হবে

‘বেইমান’ আখ্যা পাওয়া ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি

বিপিএল মাঝপথে রেখে পাকিস্তানে ফিরলেন মোহাম্মদ আমির

৩৬৩ আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

আ.লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, ইতিহাসে তা বিরল : প্রধান উপদেষ্টা

জকসু নির্বাচন : ২৮ কেন্দ্রের ফলাফলে ছাত্রদল এগিয়ে

১০

কুয়েতে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন

১১

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

১২

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৩

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

১৪

বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের

১৫

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

১৬

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

১৭

সম্প্রীতির বন্ধন গড়তেই শরীয়তপুরে পাঠিয়েছেন তারেক রহমান : মিয়া নুরুদ্দিন অপু

১৮

গরু পেলেন পা হারানো সিরাজ / ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

১৯

পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

২০
X