আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে কাকরাইল মোড় হয়ে নাইটিংগেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।
এ সময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন