কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় আ.লীগের জরুরি বৈঠক, আলোচনায় থাকবে যেসব বিষয়

সন্ধ্যায় আ.লীগের জরুরি বৈঠক, আলোচনায় থাকবে যেসব বিষয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-উত্তর জরুরি কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় জাতীয় নির্বাচন পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের করণীয় চূড়ান্ত করা হবে। পাশাপাশি নির্বাচনে দলীয় ও দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ নিরসন নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া দলীয় বিভাজন ও কোন্দল মেটাতে জেলা সফর, জেলা-উপজেলায় বর্ধিত সভা নিয়েও সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের কৌশল চূড়ান্ত হতে পারে আজকের সভায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরে এটা প্রথম সভা। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে বিশাল বিজয়, সেটা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি নিয়ে আলোচনা-পর্যালোচনা হবে। দলকে আরও ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, জেলা-উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বর্ধিত সভা করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। জেলা সফর নিয়ে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। সেখানে কীভাবে নির্বাচন হবে, তার কৌশলগত বিষয় নিয়েও আলোচনা হবে। যারা নির্বাচন করে না, তারা না এলে প্রতীক ছাড়াও নির্বাচন করা যেতে পারে কি না, তা নিয়ে কথাবার্তা হবে।

দলীয় সূত্রে জানা যায়, আজকের সভায় সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সভার শুরুতে বিশাল বিজয়ের মধ্য দিয়ে দলকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনায় এবং সরকার গঠন করায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে।

বিএনপি ও তাদের মিত্ররা ভোট বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে এবার দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও মাঠে রেখেছিল আওয়ামী লীগ। এতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে-বিপক্ষে অনেক জায়গায় বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগের তৃণমূল। শুরু হয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত, যা ভোটের পরেও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এখনো ঘটছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘর্ষের ঘটনা। নির্বাচনের পরে এখন বিষয়গুলো নিরসন করতে চায় আওয়ামী লীগ। আজকের সভায় এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কালবেলাকে বলেন, আশা করছি, নির্বাচন-পরবর্তী সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সারা দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ উপজেলা পরিষদ নির্বাচন করার উপযুক্ত। এবারও কয়েক ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মার্চে প্রথম ধাপের নির্বাচন শুরু হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রস্তুতি ও কৌশল কী হবে, সে বিষয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করতে পারে বিএনপি, তবে প্রতীক বরাদ্দ না হলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে। ফলে উভয় বিষয়টি মাথায় রেখেই নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী না দিয়ে নির্বাচন সবার জন্য উন্মুক্ত রাখা হবে নাকি জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থী দিলেও স্বতন্ত্রদের বিষয়ে নমনীয় থাকবে, তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে আজকের সভায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

ব্র্যাকে চাকরির সুযোগ

ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

আ.লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল

১০

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

১১

শিবচরের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

১২

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

১৩

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

১৪

রাজধানীতে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন অনুষ্ঠিত

১৫

জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল ‎

১৬

মাটি পরীক্ষার পর মিলল গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

১৭

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি 

১৮

নতুন ব্যাটিং পরামর্শক কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

১৯

এনসিপি নেতার সেই মোটরসাইকেল উদ্ধার

২০
X