এসএমসি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তানভীর হোসেন রাহাত কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এসপি আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার নিজ বাড়ি থেকে এসএমসি অস্ত্রসহ মো. তানভীর হোসেন রাহাতকে গ্রেপ্তার করা হয়। তার রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র কার কাছে থেকে এনেছে সেটা স্বীকার করেছে। তবে কোন উদ্দেশ্যে এ অস্ত্র আনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। আসাদুজ্জামান আরও বলেন, দেশে যারা রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সামনে উপজেলা পরিষদের নির্বাচন। যাতে এ নির্বাচনে কেউ অস্ত্র ব্যবহার করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে না পারে সেক্ষেত্রে আমরা সজাগ রয়েছি।
মন্তব্য করুন