স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে মালয়েশিয়ায় এখন সাজসাজ রব। রোববার (৩১ আগস্ট) দেশটির মহান স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতার ৬৮তম বছরে পা দেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশটি। শহরজুড়ে শোভা পাচ্ছে পতাকা ও ডিজিটাল ডিসপ্লে। শুধু শহরের নয় গ্রামাঞ্চলেও দিনটিকে উদযাপন করার জন্য চলছে নানা আয়োজন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোন্নত এ দেশটি ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ৬৮ বছর আগে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ বাদেই পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড নিয়ে মালাই জাতির আত্মপ্রকাশ ঘটে।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব অহংকারের দিনটিকে যথাযথ মর্যাদা উদযাপন করার সব নির্দেশনা দিয়েছেন। এ মাসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নির্দেশনা দেওয়া হয়।
এবারের স্বাধীনতা দিবসের মূল স্লোগান, ‘মালয়েশিয়া মাদানি, রাকায়াত দিসানতুনি’। সরকারের মাদানি নীতির আলোকে এই স্লোগান জনগণের কল্যাণ, সামাজিক ন্যায্যতা ও অংশগ্রহণমূলক উন্নয়নের বার্তা বহন করছে। বৈষম্যহীন এই স্লোগান জাতীয় উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়, সে লক্ষ্যেই এবারের আয়োজন।
রাষ্ট্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। প্রশাসনিক শহরটিতে ১ লাখ মানুষের সমাগমের কথা মাথায় রেখে অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কগুলোর নিরাপত্তা ও সুশৃঙ্খলতার স্বার্থে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করছে।
এদিকে স্বাধীনতার এ দিনটিকে উদযাপনের জন্য, সেনা, বিমান বাহিনীর সদস্যরা কুচকাওয়াজের মহড়ায় ব্যস্ত সময় পার করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশটির বিভিন্ন সংস্কৃতি যাতে ফুটিয়ে তোলা যায়, সেই লক্ষ্যে চলছে নানা ধরনের প্রশিক্ষণ।
মন্তব্য করুন