সৌদি আরবের মদিনায় পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক হজযাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ নুরুল আমিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজঘাটা গোলামনবী হাজী বাড়ির বাসিন্দা।
শনিবার (১৭ জুন) সৌদি প্রবাসী নাছির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (১৫ জুন) বিসমিল্লাহ ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনা মনোয়ারায় পৌঁছান তারা। এরপর আজ শনিবার হোটেল থেকে মদিনা মনোয়ারায় ফজর নামাজ পড়তে গেলে গ্রুপের সবাই হোটেলে ফিরলেও নুরুল আমিন হোটেলে ফেরেননি (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।
কেউ নুরুল আমিনের সন্ধান পেলে যোগাযোগ করার আহ্বান জানান সৌদি প্রবাসী নাছির উদ্দিন।
ফোন : আবু আনোয়ার- ০৫৪৬৮৪৩২৩৮/০৫৭৬৩৭০৮১৯ অথবা, নাছির উদ্দিন- ০৫৫৭৬৮৫৬৯. বাংলাদেশের নম্বর- ০১৮১৭৭৪০৪৬২
মন্তব্য করুন