কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ৮টার দিকে কুয়েতের ওয়াফরা এলাকার ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের মামা কুয়েতপ্রবাসী নূরুল আমিন বখশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিন দেওয়ানি মজলিসে কাজ করতেন। ঘটনার দিন সাইকেল চালানোর সময় পেছন থেকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নূরুল আমিন বলেন, ৯ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। তার দুটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানো হবে।
মন্তব্য করুন