মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ নভেম্বর ২০২৩) কুয়ালালামপুরে হাইকমিশনের মিলনায়তনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
এ সময় দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনা সভায় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
এবারের ‘জাতীয় সংবিধান দিবস’ এর প্রতিপাদ্য 'বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা' এর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন