কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ, সম্পাদক মৃদুল
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণ দত্ত প্রদীপকে সভাপতি ও মৃদুল কান্তি মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে ভূপেন্দ্র ভৈৗমিক দোলন ও সিনিয়র সহসভাপতি হিসেবে প্রদীপ সরকারের নাম ঘোষণা করা হয়। শনিবার (২ মার্চ)  বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জেএল ভৌমিক এবং উদ্বোধক হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য উপদেষ্টা পরিষদ সদস্য শ্রী কাজল দেবনাথ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, শ্রী গোপাল চন্দ্র দেবনাথ, শ্রী সুব্রত পাল, শ্রী শুভাশীষ বিশ্বাসসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তপন চক্রবর্তী, সদস্য শ্রী নারায়ণ দত্ত প্রদীপ, অধ্যাপক প্রণব কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মেলনটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। বিকেলে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।
০২ মার্চ, ২০২৪

কিশোরগঞ্জ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। শিল্পকলা অডিটোরিয়াম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য উপদেষ্টা পরিষদ সদস্য শ্রী কাজল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, শ্রী গোপাল চন্দ্র দেবনাথ, শ্রী সুব্রত পাল, শ্রী শুভাশীষ বিশ্বাস, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তপন চক্রবর্তী, সদস্য শ্রী নারায়ণ দত্ত প্রদীপ, অধ্যাপক প্রণব কুমার সরকারসহ প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মেলন পরিচালনা করছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।
০২ মার্চ, ২০২৪

কিশোরগঞ্জ কিশোরই থেকে গেল : প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ কিশোরই থেকে গেল, তবে খুব গুরুত্বপূর্ণ জেলা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৬টি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যুক্ত হন তিনি। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলার সময় এমন কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয় সেই সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদ। এই যে সরকার গঠন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেহেতু পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়, সে সময় সৈয়দ নজরুল ইসলাম সাহেব কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। আমাদের বিজয় এনে দেন। এই কিশোরগঞ্জে জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন এবং আব্দুল হামিদ সাহেবও রাষ্ট্রপতি ছিলেন। তাই দেখলাম, কিশোরগঞ্জ কিশোর হলেও রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলো সব সময় কিশোরগঞ্জের তারাই পালন করে। তিনি বলেন, আজ আমি যুক্ত হয়েছি নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং নৌকা মার্কার জন্য ভোট চাইতে। কিশোরগঞ্জ সবসময় আওয়ামী লীগ এবং নৌকা মার্কায় ভোট দেয়। এবারও কিশোরগঞ্জের মানুষ আমাদের ভোট দেবে। পরে তিনি আওয়ামী লীগের মনোনীত পাঁচজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। তবে কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী পরিচয় করিয়ে দিতে এসে তিনি বলেন, এ আসনটি জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে। বারবার দিতে হচ্ছে। তবে এবারই শেষ, ভবিষ্যতে আর কাউকে দেব না। এ সময় কিশোরগঞ্জের প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জের-২ (পাকুন্দিয়া- কটিয়াদী) আবদুল কাহার আকন্দ ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) মো. আফজাল হোসেন। এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম, জেলা ‍কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন।
২৮ ডিসেম্বর, ২০২৩

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়েছে। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই ট্রেনের বহু যাত্রী। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান। জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। রাত ৮টা ৪০মিনিটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে এখন পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌছায়নি। বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়াও উদ্ধার কাজে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন আসছে। এ দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলি ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। আশা করা হচ্ছে দেড় ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে।
২৫ নভেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ জেলা ও বরিশাল মহানগরের দায়িত্বে বিএনপির নতুন ২ নেতা
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বরিশাল মহানগরের আহ্বায়ক গ্রেপ্তার হওয়ায় এই দুটি ইউনিটে নতুন দুজনকে দায়িত্ব দিয়েছে বিএনপি।  আজ রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।  বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৯ নভেম্বর, ২০২৩

ফের ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ডিআইজি হারুন
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ তৃতীয়বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অদূরে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতভাবে ডিআইজি হারুন অর রশীদ সভাপতি ও শিল্পপতি তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়। ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জবাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে দুপুরে সাধারণ সভা শুরু হয়। হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ, জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসরোফ  হুসেন, শিল্পপতি তোফায়েল কবির খান। ওই সময় কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাধারণ সভার শেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা হারুন অর রশিদ নির্বাচন পরিচালনা করেন। এতে সর্বসম্মতভাবে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হারুন অর রশীদকে সভাপতি ও তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়। পরে প্রখ্যাত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এর আগে সকাল থেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক-কৃত্রিমভাবে তৈরি সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করেন।
১৬ সেপ্টেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
কিশোরগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত হাজতি সিদ্দিক মিয়া (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি গত ১২ আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের (বিদ্যুতের ট্রান্সফরমার চুরি) মামলায় হাজতে ছিলেন। কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, সকাল ৯টার দিকে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সিদ্দিক মিয়া বিদ্যুৎ আইনের মামলায় গত ১২ আগস্ট থেকে কারাগারে ছিলেন।
১২ সেপ্টেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মালিক সমিতির একাংশের নেতাকর্মীরা। অভিযোগে সভাপতি প্রার্থী শাহজাহান লস্কর (পরাজিত) বলেন, গত ৩১ জুলাই শহরের উৎসব কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে ভোটগ্রহণ শেষে সম্পূর্ণরূপে সাজানো, প্রহসনমূলক, ত্রুটিপূর্ণ, মনগড়া ও পূর্ব পরিকল্পিত একটি ফলাফল তৈরি করে সারারাত অপেক্ষা শেষে ভোররাতে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট বৈধ ভোটের সংখ্যার চেয়ে বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যার সঙ্গে গড়মিল রয়েছে। কার্যকরী পরিষদের ২৩টি পদের জন্য মোট বৈধ ভোটের সংখ্যা ৬ হাজার ৮৩১টি। কিন্তু বিজয়ী ও পরাজিত মোট ৪১ জন প্রার্থীর প্রাপ্ত ভোটে সংখ্যা ৬ হাজার ৬৯৫টি। সেখানে বৈধ ভোটের প্রার্থক্য ১৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে রাত সাড়ে ৩টায় মাইকে ঘোষিত ফলাফলে ৩ ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ভোর ৬টায় ১টি ভোটে পরাজিত দেখানো হয়। ভোটের ফলাফল প্রকাশের পর ব্যালট পেপার সিলগালা না করে নির্বাচনী ব্যালট ও অন্যান্য সামগ্রী তাদের হাতে রেখে দেয়। যদিও পূর্বের নিয়মে নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট থানায় জমা রাখার বিধান রয়েছে। সেই নিয়মের তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রথমে নিজ বাসা পরে মালিক সমিতির অফিসে রেখে দিয়েছেন। ইতোমধ্যে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিস বেগম, সদস্য মাজহারুল হক কার্জন ও আব্দুল ওয়াদুদকে বিবাদী করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিস বেগম বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। নির্বাচন বোর্ডের কাছে ভোট পুনঃগণনার জন্য কোনো আবেদন করেনি পরাজিত প্রার্থীরা। ভোটগ্রহণ ও গণনায় কোনো অনিয়ম হয়নি। ভোট গণনার সময় প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। তা ছাড়া ভোট পুনঃগণনার জন্য ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে। আদালত পরবর্তী নির্দেশনা দিবেন। সংবাদ সম্মেলনে সহসভাপতি প্রার্থী এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম মানিক, সাবেক সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ প্রার্থী মো. শাহজাহান, কার্যনির্বাহী সদস্য প্রার্থী জিল্লুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
৩১ আগস্ট, ২০২৩
X