কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ শ্যেন অ্যারেস্ট

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সোমবার কিশোরগঞ্জের আদালতে হাজির করা হয়। ছবি : কালবেলা
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সোমবার কিশোরগঞ্জের আদালতে হাজির করা হয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে শ্যেন অ্যারেস্ট দেখিয়েছেন কিশোরগঞ্জের আদালত। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫-এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ কারাগারের উদ্দেশে রাজশাহী কারাগার থেকে তাকে নিয়ে রওনা করা হয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ কারাগারে পৌঁছান তিনি।

এ সময় আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপির দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতারা আবু সাঈদ চাঁদকে দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি আতিকুল হক বুলবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় আজ কিশোরগঞ্জ আদালতে চাঁদকে তোলার তারিখ ধার্য ছিল। তাই তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সদর কোর্টে আবু সাঈদ চাঁদের মামলার শুনানি হবে। আমরা জামিন আবেদন করব। আশা করি, আইন অনুযায়ী তাকে জামিন দেওয়া হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি ঘটনায় একটার বেশি মামলা হতে পারে না। কিন্তু তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনায় ২৬টি মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রোলিং আছে এক ব্যক্তিকে একাধিক মামলায় এক বিষয়ে গ্রেপ্তার দেখানো যায় না। কিন্তু এখন এটা মানা হচ্ছে না। প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে, রিমান্ড চাওয়া হচ্ছে। বয়স্ক ও অসুস্থ মানুষ তিনি। ওনার একটি কিডনি ড্যামেজ। তার পরেও তাকে কোনো ধরনের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু নির্বাচন / ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন শেখ সাদী-বৈশাখী

সব কালো চক্রান্ত থেকে রক্ষা করার মালিক আল্লাহ : আরএস ফাহিম

রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তপশিল : আখতার আহমেদ 

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই : আইএসপিআর

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

১০

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

১১

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

১২

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

১৩

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

১৪

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

১৫

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৬

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

১৭

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১৮

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১৯

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

২০
X