কিশোরগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত হাজতি সিদ্দিক মিয়া (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি গত ১২ আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের (বিদ্যুতের ট্রান্সফরমার চুরি) মামলায় হাজতে ছিলেন।
কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, সকাল ৯টার দিকে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন।
তিনি জানান, সিদ্দিক মিয়া বিদ্যুৎ আইনের মামলায় গত ১২ আগস্ট থেকে কারাগারে ছিলেন।
মন্তব্য করুন