বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
শিল্পকলা অডিটোরিয়াম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য উপদেষ্টা পরিষদ সদস্য শ্রী কাজল দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, শ্রী গোপাল চন্দ্র দেবনাথ, শ্রী সুব্রত পাল, শ্রী শুভাশীষ বিশ্বাস, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তপন চক্রবর্তী, সদস্য শ্রী নারায়ণ দত্ত প্রদীপ, অধ্যাপক প্রণব কুমার সরকারসহ প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মেলন পরিচালনা করছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।
মন্তব্য করুন