মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ

ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মালিক সমিতির একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মালিক সমিতির একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মালিক সমিতির একাংশের নেতাকর্মীরা।

অভিযোগে সভাপতি প্রার্থী শাহজাহান লস্কর (পরাজিত) বলেন, গত ৩১ জুলাই শহরের উৎসব কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে ভোটগ্রহণ শেষে সম্পূর্ণরূপে সাজানো, প্রহসনমূলক, ত্রুটিপূর্ণ, মনগড়া ও পূর্ব পরিকল্পিত একটি ফলাফল তৈরি করে সারারাত অপেক্ষা শেষে ভোররাতে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট বৈধ ভোটের সংখ্যার চেয়ে বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যার সঙ্গে গড়মিল রয়েছে। কার্যকরী পরিষদের ২৩টি পদের জন্য মোট বৈধ ভোটের সংখ্যা ৬ হাজার ৮৩১টি। কিন্তু বিজয়ী ও পরাজিত মোট ৪১ জন প্রার্থীর প্রাপ্ত ভোটে সংখ্যা ৬ হাজার ৬৯৫টি। সেখানে বৈধ ভোটের প্রার্থক্য ১৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে রাত সাড়ে ৩টায় মাইকে ঘোষিত ফলাফলে ৩ ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ভোর ৬টায় ১টি ভোটে পরাজিত দেখানো হয়। ভোটের ফলাফল প্রকাশের পর ব্যালট পেপার সিলগালা না করে নির্বাচনী ব্যালট ও অন্যান্য সামগ্রী তাদের হাতে রেখে দেয়। যদিও পূর্বের নিয়মে নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট থানায় জমা রাখার বিধান রয়েছে। সেই নিয়মের তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রথমে নিজ বাসা পরে মালিক সমিতির অফিসে রেখে দিয়েছেন। ইতোমধ্যে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিস বেগম, সদস্য মাজহারুল হক কার্জন ও আব্দুল ওয়াদুদকে বিবাদী করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিস বেগম বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। নির্বাচন বোর্ডের কাছে ভোট পুনঃগণনার জন্য কোনো আবেদন করেনি পরাজিত প্রার্থীরা। ভোটগ্রহণ ও গণনায় কোনো অনিয়ম হয়নি। ভোট গণনার সময় প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। তা ছাড়া ভোট পুনঃগণনার জন্য ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে। আদালত পরবর্তী নির্দেশনা দিবেন।

সংবাদ সম্মেলনে সহসভাপতি প্রার্থী এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম মানিক, সাবেক সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ প্রার্থী মো. শাহজাহান, কার্যনির্বাহী সদস্য প্রার্থী জিল্লুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১১

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৩

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৪

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৫

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৬

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৭

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৮

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৯

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

২০
X