ভয়াবহ ভূমিকম্পের পর আরও কয়েক ডজন বার কাঁপল তাইওয়ান
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে।  এরপরও আরও ভূকম্পনের আশঙ্কা করা হচ্ছে। এসব ভূকম্পন কতটা শক্তিশালী হবে তাও অজানা। তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তাইওয়ানের কর্মকর্তারা। খবর আল জাজিরার। তাইপের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সিসমোলজিক্যাল সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু বলেন, ‘ভূমিকম্পটি ভূমির কাছাকাছি এবং এটি অগভীর থেকে আঘাত হেনেছে। এটি তাইওয়ান এবং উপকূলীয় দ্বীপপুঞ্জ জুড়ে অনুভূত হয়েছে।’ এদিকে এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার (৩ এপ্রিল) এ প্রতিবেদন লেখার সময় ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর বিবিসির। তাইওয়ান সরকার জানিয়েছে, সুনামির ভয় কেটে গেছে। তবে হতাহতের চিত্র খারাপের দিকে যাচ্ছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গুরুতর আহত ৭৩৬ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডজনের বেশি মানুষ ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে। এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর ফলে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার। এ কম্পন ছিল খুব তীব্র। হুয়ালিয়েন শহরের এক নারী বলেন, তিনি সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কম্পনে ভীত হয়ে পড়েন।  তার ভাষ্য, ‘এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।  অপরদিকে তাইপের একটি হাসপাতালের ৬০ বছর বয়সী কর্মী চ্যাং ইউ-লিন কম্পনকে ‘খুব শক্তিশালী’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘মনে হয়েছিল বাড়িটি ভেঙে যাচ্ছে।’
০৩ এপ্রিল, ২০২৪

২৫ বছরের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প দেখেনি তাইওয়ান
তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।  তোমধ্যে এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার। তাইওয়ান সরকার জানিয়েছে, পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টিতে চারজন মানুষ মারা গেছেন। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২৬টি ভবন ধসে পড়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিন হুয়ালিয়েনে অবস্থিত। প্রায় ২০ জন মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে। ৬০ বছর বয়সী তাইপেই হাসপাতালের কর্মী চ্যাং ইউ-লিন বলেন, এটি খুব শক্তিশালী ছিল। মনে হচ্ছিল আমাদের বাড়ি ভেঙে পড়বে। তাইওয়ানের সরকারি কেন্দ্রীয় বার্তা সংস্থা বলেছে, আজকের ভূমিকম্পটি এই দ্বীপ অঞ্চলের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যান। এ ছাড়া ভূমিকম্পে ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তাইওয়ানের ভূমিকম্পের কারণে তাদের ওকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। তবে প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করলেও পরে সেটি কমিয়ে পরামর্শ হিসেবে দেখানো হয়। এ ছাড়া ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে ফিলিপাইন সিসমোলজি এজেন্সি। সেখানের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলেছে সংস্থাটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি চীনের ফুজিয়ান প্রদেশেও অনুভূত হয়েছে। অন্যদিকে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এটি সাংহাইতেও অনুভূত হয়েছে।
০৩ এপ্রিল, ২০২৪

তাইওয়ান ঘিরে চীনের বিশাল মহড়া
তাইওয়ান ঘিরে বড় ধরনের মহড়া চালিয়েছে চীন। গত ২৪ ঘণ্টায় দেশটির ৩২টি যুদ্ধবিমান এ দ্বীপটি ঘিরে মহড়া দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে চীনের অন্তত ৩২টি যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ মহড়া।  প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৫টি নৌবাহিনীর জাহাজ মহড়া দিয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।  তাইওয়ানের সশস্ত্র বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা পরিস্থিতি মোকাবিলায় বিমান, নৌ-জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র নিযুক্ত করেছে। এর আগে জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে ৩৩টি যুদ্ধবিমান শনাক্ত করে। যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমানের মহড়া।  গত ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর এ মহড়া চালায় চীন। দেশটি আগে থেকেই তার প্রতি বিরাগভাজন ছিল। আগামী ২০ মে উইলিয়াম লাই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।  সাম্প্রতিক সময়ে চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। চীন তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। গত ফেব্রুয়ারি মাসে চীনের ২২টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে মহড়া দিয়েছে। এ ছাড়া বিগত কয়েক মাসে দ্বীপটির আকাশসীমায় চীনের রহস্যজনক বেলুনের আনাগোনা বেড়েছে। চীনা নববর্ষের ছুটির সময়ে টানা দুদিনে ৮টি বেলুন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।   
২১ মার্চ, ২০২৪

তাইওয়ান প্রণালিতে চীনের ৯ যুদ্ধবিমান
নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল চীন-তাইওয়ান সম্পর্ক। নির্বাচনের পরেও সেই সম্পর্কের রেশ এখনো রয়ে গেছে। তাইওয়ান প্রণালিতে ঢুকে পড়েছে চীনের ৯টি যুদ্ধবিমান। সোমবার (৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। মন্ত্রণালয় সোমবার এগুলো শনাক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরেখা অতিক্রম করা এসব যুদ্ধবিমান চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।  তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। অন্যদিকে স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি নিজেদের ভূখণ্ডের আশপাশে চীনের সামরিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে।   
০৫ ফেব্রুয়ারি, ২০২৪

যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদ পেল তাইওয়ান
শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষ হলেও দেশজুড়ে এখনো নির্বাচনী আমেজ রয়ে গেছে। নির্বাচনে চীনবিরোধী প্রার্থীকে বেছে নিয়েছে জনগণ। এ নিয়ে তাইওয়ানজুড়ে যখন উৎসবের সাজ তখনই অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছে থেকে এলো দুঃসংবাদ। রয়টার্সের খবরে বলা হয়েছে, তাইওয়ানে শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এরপর ভোট গণনা শেষে রাতের দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনী ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাইওয়ানের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না। ১৯৭৯ সালে তাইপের পরিবর্তে বেইজিংকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন। তবে প্রকাশ্যে এমন কথা বললেও স্ব-শাসিত দ্বীপটির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী তারা। অন্যদিকে তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এক সময় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করার কথা জানিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে এটি বাস্তবায়েনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন। এ কারণে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিকে গভীরভাবে তাকিয়ে ছিল যুক্তরাষ্ট্র ও চীন। ভোটের আগে বিশেষজ্ঞরা বলেছেন, এই নির্বাচনের ফল চীনের সঙ্গে দ্বীপ রাষ্ট্রটির সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়াতে পারে এবং সারা বিশ্বের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।
১৪ জানুয়ারি, ২০২৪

তাইওয়ান নিয়ে আপস নয়, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এ পালে স্বায়ত্তশাসিত অঞ্চলটির নির্বাচন নতুন হাওয়া দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, তাইওয়ান নিয়ে কোনো আপস নয়। বুধবার (১০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  চীন জানিয়েছে, তাইওয়ান ইস্যুতে তারা কোনো আপস করবে না। ২০২১ সালের পর থেকে দুই দেশের মধ্যকার প্রথম সামরিক আলোচনায় এ হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তারা মার্কিনিদের তাইওয়ানকে অস্ত্র সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ জানিয়েছে।   তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ উত্তেজনার খবর সামনে এসেছে। এ নির্বাচনের মধ্যে দিয়ে ভূখণ্ডটি চীনের সাথে থাকবে না কি থাকবে না তা নির্ধারিত হওয়ার একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে নিজেদের চীনের এ দাবিকে অস্বীকার করে আসছে তাইওয়ান। বিষয়টি নিয়ে দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণের বিষয়টি অবশ্যই জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ককে আরও স্থিতিশীল ও উন্নত করতে আগ্রহী। সমতা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের উন্নতি চায় দেশটি।  মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়েছে। বেইজিং তাইওয়ানের সাথে সম্পর্ক নিয়ে কারোর সঙ্গে আপস করবে না। দেশটি যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের এ মূলনীতি মেনে চলার আহ্বান জানিয়েছে। তাইওয়ানের স্বাধীনতার সমর্থন না দেওয়ার জন্যও আহ্বান জানায় দেশটি।  তাইওয়ান নিয়ে ২০২২ সাল থেকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। ওই বছরের আগস্টে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর থেকে দুই দেশের মধ্যে তাইওয়ান ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে। 
১০ জানুয়ারি, ২০২৪

ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। রোববার (২৬ নভেম্বর) স্বশাসিত এ অঞ্চলের পূর্ব উপকূলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এ ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  আবহাওয়া ব্যুরো আরও জানিয়েছে, ভূমিকম্পের মূল উৎপত্তিকেন্দ্র ছিল হুয়ালিয়েন কাউন্টির অদূরে সমুদ্রে। এটির ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৪ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়েছিল।  তাইওয়ান ভৌগলিকভাবে দুটি ট্যাকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং এটি স্বভাবতই ভূমিকম্পপ্রবণ এলাকা। তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ২০১৬ সালে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন। এরও আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এতে ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন।   
২৬ নভেম্বর, ২০২৩

শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপেক সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশে ফেরার পরের দিন রোববার তাইওয়ান ঘিরে চীনের সামরিক বাহিনী সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইপে। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্বশাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও এ বিষয়ে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাইওয়ানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে থাকে ওয়াশিংটন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার এপেক সম্মেলনের অবসরে বাইডেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি। বৈঠকে শি বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা। চীনের সঙ্গে দ্বীপ অঞ্চলটির শান্তিপূর্ণ পুনর্মিলন তাদের সমর্থন করতে হবে। এই পুনর্মিলন চীন বাস্তবায়ন করবে। এটা কোনোভাবেই থামানো যাবে না। শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল। তবে আজ রোববার সেটা আবার পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার সকাল থেকে ৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এ সময় এসব যুদ্ধবিমানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজ যুদ্ধ প্রস্তুতি বিষয়ক টহল দেয়। এ প্রতিবেদনের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।  
১৯ নভেম্বর, ২০২৩

চীনকে মোকাবিলায় অত্যাধুনিক সাবমেরিন মোতায়েন করছে তাইওয়ান
চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূলীয় অঞ্চল রক্ষায় ২০২৭ সালের মধ্যে উন্নতমানের অন্তত দুটি ঘরোয়া সাবমেরিন মোতায়েন করার কথা জানিয়েছে তাইওয়ান। পরে এসব সাবমেরিনের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত নতুন মডেলের আরও সাবমেরিন যুক্ত করা হতে পারে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা। গত ১৪ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ৪০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এগুলোর বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল অতিক্রম করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আগামী বৃহস্পতিবার মোট আটটি সাবমেরিনের মধ্যে প্রথম দুটি চালু করতে পারেন। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর তাইওয়ানের জন্য এসব সাবমেরিন তৈরির কর্মসূচি তিনিই গ্রহণ করেছিলেন। প্রেসিডেন্ট সাইয়ের উপদেষ্টা অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং বলেন, বর্তমানে তাইওয়ানের হাতে ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডের তৈরি করা দুটি সাবমেরিন আছে। আরও আটটি সাবমেরিন যুক্ত হবে। ফলে প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর খবরদারি করা কঠিন হবে। এর আগে এ প্রকল্প নিয়ে এক বৈঠকে হুয়াং বলেছিলেন, আমরা যদি আমাদের এই যুদ্ধ সক্ষমতা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের কেউ যুদ্ধে হারাতে পারবে না।  
২৫ সেপ্টেম্বর, ২০২৩

তাইওয়ান বিক্রির জন্য নয়, মাস্কের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
তাইওয়ানকে চীনের ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে আবারও আলোচনায় মার্কিন শতকোটিপতি ইলন মাস্ক। তবে মাস্কের এমন মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছে তাইওয়ান। মাস্কের উদ্দেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাদের স্বশাসিত দ্বীপটি ‘বিক্রির জন্য নয়’। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে তিনি মাস্ককে উদ্দেশ করে লিখেছেন, ‘শুনুন, তাইওয়ান চীনের অংশ নয়। অবশ্যই, এটি বিক্রির জন্যও নয়।’ চলতি সপ্তাহে শীর্ষ এক ব্যবসায়িক সম্মেলনে তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সঙ্গে তুলনা করে মাস্ক বলেন, এটি চীনের ‘অবিচ্ছেদ্য অংশ’। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা। গত ১৪ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ৪০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এগুলোর বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল অতিক্রম করেছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের মানচিত্র অনুযায়ী এসব বিমানের মধ্যে অন্তত চারটি বিমান তাইওয়ানের উত্তরপশ্চিমাঞ্চলের মধ্যরেখা অতিক্রম করেছে। তবে তাইওয়ান নিয়ে মন্তব্য করে এবারই প্রথমবারের মতো তোপের মুখে পড়েননি মাস্ক। এর আগে গত অক্টোবরে বেইজিং-তাইপেইয়ের উত্তেজনা সমাধানে তাইওয়ানের ওপর চীনের কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিলেন মাস্ক। এমন মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টেসলার মালিক বলেন, তাইওয়ান ইস্যুতে দুই সরকার যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মাস্কের প্রশংসা করলেও তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর মতো একই ধরনের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। চীনে মাস্কের বড় ধরনের ব্যবসায়িক স্বার্থ রয়েছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সাংহাইয়ে একটি বড়ও কারখানা আছে। সম্প্রতি তিনি চীন সফর করেছেন। মে মাসের সফরে তিনি শীর্ষ চীনা কর্মকর্তা এবং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, চীনে ব্যবসা সম্প্রসারণ করতে চায় টেসলা।  
১৬ সেপ্টেম্বর, ২০২৩
X