ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইসিজেতে দক্ষিণ আফ্রিকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। গত ১০ মে জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার। রাফা হলো মিসর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইসিজের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগ দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক। কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হলো ফিলিস্তিনি জাতি ও গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল—দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য। তবে দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, তারা গাজায় আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। এখন দক্ষিণ গাজার খান ইউনিস শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে রাফা শহরে স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই রাফা শহরে গাজার মোট ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। ক্রমেই এই সংখ্যা বাড়ছে।
১২ মে, ২০২৪

রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইসিজেতে দক্ষিণ আফ্রিকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (১০ মে) জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। রাফা হলো মিসর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয়গ্রহণ করেছেন। এত মানুষ আশ্রয়গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইসিজের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগ দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক। কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হলো ফিলিস্তিনি জাতি, ও গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল— দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য। তবে দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, তারা গাজায় আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে।
১১ মে, ২০২৪

চূড়ান্ত হলো ২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু
গত বছরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। নতুন আসর শুরু হতে এখনো তিনি বছর বাকি। ২০২৭ সালে হতে যাওয়া ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। তবে লম্বা সময় বাকি থাকলেও তার আগেই চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৮টি ভেন্যু। অবশ্য টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে শুধু প্রোটিয়ারা তাদের ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে, বাকি দুই দেশ এখনো বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করেনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বিশ্বকাপের মাঠ চূড়ান্ত সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, বিজ্ঞানসম্মতভাবে সবদিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলো চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলো বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় থাকা আইসিসি স্বীকৃত ১১টি স্টেডিয়ামের মধ্যে বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভালকে বিভিন্ন অসুবিধার কারণে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপে নির্বাচিত ৮টি স্টেডিয়াম হলো স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। এবার বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে। পরে এই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। ৫৪ ম্যাচের এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ২ গ্রুপে ৭টি করে মোট ১৪টি দল অংশ নেবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল সুপার সিক্স রাউন্ডে উন্নীত হবে। সুপার সিক্সের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। একই ফরম্যাটে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।
১২ এপ্রিল, ২০২৪

তারকা ফুটবলারকে গুলি করে হত্যা
জোহানেসবার্গে বুধবার রাতে গাড়িতে তেল ভরছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার লুক ফ্লেয়ার্স। কিন্তু হঠাৎ সেখানে একদল ছিনতাইকারীর গুলিতে নিহত হন এই তারকা ফুটবলার। এমন খবর নিশ্চিত করেছে দ্য অ্যাথলেট। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসের ফুটবলার ছিলেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই সেন্টার ব্যাক। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন ২৪ বছর বয়সী এ ফুটবলার। তবে ছিনতাইকারীদের গুলিতে ফুরাল তার অপেক্ষা। বুধবার (৩ এপ্রিল) রাতে জোহানেসবার্গের ফ্লোরিডা উপশহরে গাড়ি নিয়ে এক পেট্রোল পাম্পে যান তিনি। এ সময় দুই যুবক এসে ফ্লেয়ার্সের গাড়ির সামনে দাঁড়ায়। অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দেয় ছিনতাইকারীরা। এরপরই ফ্লেয়ার্সের শরীরের ওপরের দিকে (বুকে) গুলি করে ওই ছিনতাইকারীরা। পরে এক ছিনতাইকারী ফ্লেয়ার্সের গাড়ি নিয়ে, অন্যজন নিজেদের কার নিয়ে পালিয়ে যায়। পেছনে পড়ে থাকে ২৪ বছর বয়সী এক প্রতিশ্রুতিশীল এক ফুটবলারের নিথর দেহ। স্থানীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো গণমাধ্যমকে জানান, ‘সন্দেহভাজনরা তাকে (ফ্লেয়ার্স) একটি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েছিল এবং তাকে তার গাড়ি থেকে বের করে। এরপর শরীরের উপরের অংশে (বুক) গুলি করে।’ তরুণ এ ফুটবলারের মৃত্যুকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন তার ক্লাব কাইজার চিফসে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হত্যার বিষয়টি  পুলিশ তদন্ত করছে। বিস্তারিত আরও পরে জানানো হবে বলেও জানায় ক্লাবটি। ফ্লেয়ার্সের মৃত্যুতে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোডওয়াও। শোক বার্তায় তিনি বলেন, ‘সহিংস অপরাধের কারণে আরও একটি জীবন চলে যাওয়ায় আমরা ব্যথিত।’ দক্ষিণ আফ্রিকার ফুটবল লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাবনাময় তরুণ ফুটবলার ফ্লেয়ার্সের স্মরণে চলতি সপ্তাহে প্রথম বিভাগ ও দ্বিতীয় স্তরের সব ম্যাচে নীরবতা পালন করা হবে।
০৫ এপ্রিল, ২০২৪

হ্যামিল্টনে টেস্টের আসল স্বাদ প্রোটিয়াদের
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৮১ রানের বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ৪ দিনের মধ্যে হেসে খেলে জয় নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপসরা। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে প্রথাগত টেস্ট ক্রিকেট উপহার দিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। পুরো দিন ৮৯ ওভার ব্যাটিং করে ২২০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২২০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্টের ৭০ রানের জুটিতে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা পায় প্রোটিয়ারা।  হ্যামিল্টনে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাট হেনরির বলে গোল্ডেন ডাক মারেন প্রোটিয়া ওপেনার ক্লাইড ফরটুইন। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক নিল ব্র্যান্ড ও রেনার্ড ফন টন্ডার। ব্যক্তিগত ২৫ রানের মাথায় সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। জুবায়ের হামজা ও টন্ডার মাটি কামড়ে পড়ে থেকেও বড় ইনিংস খেলতে পারেননি। হামজা ২০ ও টন্ডার ৩২ রানে বিদায় নেন যথাক্রমে রাচিন রবীন্দ্র ও নেইল ওয়াগনারের বলে।  বাঁহাতি স্পিনার রবীন্দ্রর ঘূর্ণিতে ভেঙে পড়ে প্রোটিয়া মিডল অর্ডার। ১৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম দিনে দলকে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্ট স্কোরবোর্ডে খুব বেশি রান না তুললেও কিউই বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ১৬২ বলে ৭০ রানের জুটিতে অপরাজিত আছেন দুজনই। সোয়ার্ট ৫৫ ও ফন বার্গ ৩৪ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন। হ্যামিল্টনে দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার রাচিন রবীন্দ্র। ৩৩ রানের খরচায় তুলে নিয়েছেন জুবায়ের হামজা, ডেভিড বেডিংহাম, কিগান পিটারসেনকে। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার, ম্যাট হেনরি ও অভিষিক্ত পেসার উইলিয়াম ও’রুর্কে।   
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

দক্ষিণ আফ্রিকা লিগে চ্যাম্পিয়ন সানরাইজার্স
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসএ টোয়েন্টি লিগের শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ল এইডেন মার্করামের দলটি। মেগা ফাইনালে ডি ককের ডারবানস সুপার জায়ান্টসকে ৮৯ রানে উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে সানরাইজার্স।  শনিবার (১০ ফেব্রুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ২০ ওভারে ৩ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে সানরাইজার্স ইস্টার্ন কেপ। টম অ্যাবেল ও ত্রিস্তান স্টাবস ফিফটির দেখা পান। জবাবে ১৭ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় ডি-কক-মহারাজের ডারবান সুপার জায়ান্ট। ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন।  ২০৫ রান তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেনের তোপে পড়ে ডারবান। ৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ডি-কক, জে স্মাটস ও ভানুকা রাজাপাকসে। চতুর্থ উেইকেটে ৫৬ রানের জুটিতে কিছুটা আশা ফিরে পায় মহারাজের দল। কিন্তু দলীয় ৬৩ রানে উইয়ান মাল্ডার বিদায় নিয়ে বালির বাঁধের মতো ভেঙে পড়ে ডারবানের ব্যাটিং। শেষ দিকে ডোয়েন প্রিটোরিয়াস তিনি ৩টি চার ও ১টি ছক্কা ১৭ বলে ২৮ রান করেন। মাল্ডার দলের হয়ে ডারবানের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন।  এর আগে জর্ডন হেরমানের ২৬ বলে ৪২ এবং টম অ্যাবেলের ৩৪ বলে ৫৫ রানে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় সানরাজার্স ইস্টার্ন কেপ। ৮টি চার ও ২টি ছক্কায় ঝোড়ো ইনিংসটি সাজান এই ইংলিশ ব্যাটার। চতুর্থ জুটিতে মাত্র ৫৫ বলে ৯৯ রানের বিস্ফোরক জুটি উপহার দেন এইডেন মার্করাম ও ক্রিস্তান স্টাবস। ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মার্করাম। আর স্টাবস ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৬ রানের ক্যামিও খেলেন।   ২০২৩ সালে প্রথমবার মাঠে গড়ায় এসএ টোয়েন্টি লিগ। প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। টানা দ্বিতীয় বছর দক্ষিণ আফ্রিকার এই টি-২০ লিগের খেতাব ধরে রাখল এইডেন মার্করামের দল।   
১১ ফেব্রুয়ারি, ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড ব্যবধানে হারাল নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে এসএ টোয়েন্টি লিগ। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ব্যস্ত রয়েছেন প্রতিযোগিতাটিতে। ঠিক এই কারণে দলের প্রধান খেলেয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ড সফরে গেছে প্রোটিয়ারা। ‘নতুন দক্ষিণ আফ্রিকা’-কে প্রথম টেস্টে ২৮১ রানের ব্যবধানে বিধ্বস্ত করেছে কিউইরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ দিনে ২৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। যা প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড স্বাগিতিকদের।  নিউজিল্যান্ডকে হারাতে হলে টেস্টের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। চতুর্থ দিনে প্রোটিয়াদের সামনে ৫২৯ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় ব্ল্যাক ক্যাপসরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। আর তাতেই ইনিংস ব্যবধানে জয়ের বাইরে রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।  প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্রর ডাবল ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৫১১ রান করেছিল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের ১৬২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং নামে কিউইরা। তৃতীয় দিন শেষে উইলিয়ামসনের শতকে ৪ উইকেটে ১৭৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮৭ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ১৩টি চার ও ৩টি ছক্কায় ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। এ ছাড়া হামজা ৩৬, ভ্যান টনডার ৩১ এবং রুন ডি সোয়ার্ড অপরাজিত ৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন কাইল জেমিসন। ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করায় ম্যাচসেরার পুরস্কার পান রাচিন রবীন্দ্র।   
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

উইলিয়ামসনের জোড়া শতকে বড় টার্গেটের পথে নিউজিল্যান্ড
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১১৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। নিজের সাদা পোশাকের ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন কিউই অধিনায়ক। আর তাতেই তৃতীয় দিনের খেলা শেষে ৫২৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম ইনিংসে ৫১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৬২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে উইলিয়ামসনের শতকে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৯ তুলেছে ব্ল্যাক ক্যাপসরা। তৃতীয় দিনের খেলা শেষেই বড় হারের সামনে রয়েছে প্রোটিয়ারা। ৬ জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৮০ রান তোলে দ্বিতীয় দিন শেষে। তৃতীয় দিনে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে তারা। ৩৪৯ রানের লিড নিয়েও প্রোটিয়াদের ফলোঅন করায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৯ সংগ্রহ করেছে কিউইরা। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫২৮ রানে রয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের শেষ ওভারে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। প্রোটিয়া অধিনায়ক নেইল ব্রান্ডের বলে ১০৯ রানে বিদায় নেন কিউই অধিনায়ক। নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথমমাব দুই ইনিংসে শতক হাঁকানোর রেকর্ড গড়লেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র করেন ১২ রান। ড্যারিল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।  এর আগে ৪ উইকেটে ৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহাম ২৯ রান নিয়ে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান যোগ করে আউট হন। একই ওভারে রুয়ান ডি সোয়ার্টকেও সাজঘরে ফেরত পাঠান ম্যাট হেনরি। ৮৩ রানে ৬ উইকেট হারানো প্রোটিয়ারা শেষ পর্যন্ত ১৬২ তে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন কিগান পিটারসন। নিউজিল্যান্ডের হয়ে হেনরি ও স্যান্টনার ৩টি করে উইকেট শিকার করেন। 
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

রায়কে চূড়ান্ত বিজয় বলছে দক্ষিণ আফ্রিকা
বিশ্ব আদালতের রায়কে আন্তর্জাতিক আইনের শাসনের ‘চূড়ান্ত বিজয়’ বলে অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলছে, তারা আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে। তাদের প্রত্যাশা, আদালতের আদেশের ব্যত্যয় হয় এমন কাজ ইসরায়েল করবে না। দক্ষিণ আফ্রিকা আরও বলেছে, এতদিন ফিলিস্তিনি জনগণ যে ন্যায়বিচারের খোঁজ করছিল, সে ক্ষেত্রে আদালতের এ রায় একটি বড় ধরনের মাইলফলক হয়ে থাকবে। এ ছাড়া গাজার ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বৈশ্বিক বিভিন্ন ফোরামে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে নয়টি আরজি জানিয়েছে। গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা সরবরাহের পথ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানায় দেশটি। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। গণহত্যা কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়। আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করেন এ আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল—দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য। তবে রায় মানার জন্য কোনো দেশকে তেমন বল প্রয়োগ করতে পারেন না আইসিজে।
২৭ জানুয়ারি, ২০২৪

আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল দক্ষিণ আফ্রিকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। রায়ে অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ না করার কথা বললেও গাজায় গণহত্যা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। বিশ্ব আদালতের এই রায়কে আন্তর্জাতিক আইনের শাসনের ‘চূড়ান্ত বিজয়’ বলে অভহিত করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আইসিজে এই রায় দিয়েছেন। দ্রুত রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলছে, তারা আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের প্রত্যাশা, আদালতের আদেশের ব্যত্যয় হয় এমন কাজ ইসরায়েল করবে না। দক্ষিণ আফ্রিকা আরও বলেছে, এতদিন ফিলিস্তিনি জনগণ যে ন্যায়বিচারের খোঁজ করছিল সে ক্ষেত্রে আদালতের এ রায় একটি বড় ধরনের মাইলফলক হয়ে থাকবে। এ ছাড়া গাজার ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বৈশ্বিক বিভিন্ন ফোরামে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আরজি জানিয়েছে। গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা সরবরাহের পথ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানায় দেশটি। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। গণহত্যা কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়। আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল—দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য। তবে রায় মানার জন্য কোনো দেশের তেমন বল প্রয়োগ করতে পারেন না আইসিজে।
২৬ জানুয়ারি, ২০২৪
X