মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১১৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। নিজের সাদা পোশাকের ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন কিউই অধিনায়ক। আর তাতেই তৃতীয় দিনের খেলা শেষে ৫২৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম ইনিংসে ৫১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৬২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে উইলিয়ামসনের শতকে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৯ তুলেছে ব্ল্যাক ক্যাপসরা।
তৃতীয় দিনের খেলা শেষেই বড় হারের সামনে রয়েছে প্রোটিয়ারা। ৬ জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৮০ রান তোলে দ্বিতীয় দিন শেষে। তৃতীয় দিনে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে তারা। ৩৪৯ রানের লিড নিয়েও প্রোটিয়াদের ফলোঅন করায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৯ সংগ্রহ করেছে কিউইরা। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫২৮ রানে রয়েছে স্বাগতিকরা।
তৃতীয় দিনের শেষ ওভারে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। প্রোটিয়া অধিনায়ক নেইল ব্রান্ডের বলে ১০৯ রানে বিদায় নেন কিউই অধিনায়ক। নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথমমাব দুই ইনিংসে শতক হাঁকানোর রেকর্ড গড়লেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র করেন ১২ রান। ড্যারিল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
এর আগে ৪ উইকেটে ৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহাম ২৯ রান নিয়ে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান যোগ করে আউট হন। একই ওভারে রুয়ান ডি সোয়ার্টকেও সাজঘরে ফেরত পাঠান ম্যাট হেনরি। ৮৩ রানে ৬ উইকেট হারানো প্রোটিয়ারা শেষ পর্যন্ত ১৬২ তে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন কিগান পিটারসন। নিউজিল্যান্ডের হয়ে হেনরি ও স্যান্টনার ৩টি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন