শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। পুরো ভারতজুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই তিনি। কাজের প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়। ‘বাহুবলি’ফ্যাঞ্চাইজি মুক্তির পর কেটে গেছে প্রায় ৭ বছর।  তবে এখনো বিয়ে করেননি তিনি।  ৪৪ বছর বয়সী প্রভাসের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই।  প্রায়সময়ই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে কথা বলছেন প্রভাস। কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছে কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন তিনি অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি লুফে নেয় ভক্তকুল। বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন তারা। তৃষা কৃষ্ণান ও আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন বলেও বলছেন নেটিজেনরা।  ‘বাহুবলি’সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। প্রভাস এই গুঞ্জন অস্বীকার করলেও নেটিজেনদের মধ্যে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।  অন্যদিকে আনুশকা বলেন, সে প্রভাসকে ১৫ বছর ধরে চেনে। সে তার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারে’এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন।
৩০ নভেম্বর, ০০০১

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। পুরো ভারতজুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই তিনি। কাজের প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এ জন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়। ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি মুক্তির পর কেটে গেছে প্রায় ৭ বছর।  তবে এখনো বিয়ে করেননি তিনি।  ৪৪ বছর বয়সী প্রভাসের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই।  প্রায়সময়ই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে কথা বলছেন প্রভাস। কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছে কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন তিনি অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি লুফে নেয় ভক্তকুল। বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন তারা। তৃষা কৃষ্ণান ও আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন বলেও বলছেন নেটিজেনরা।  ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। প্রভাস এই গুঞ্জন অস্বীকার করলেও নেটিজেনদের মধ্যে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।  অন্যদিকে আনুশকা বলেন, সে প্রভাসকে ১৫ বছর ধরে চেনে। সে তার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারে’এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন।
১১ ঘণ্টা আগে

শুধু সুন্দরী নারী নয়, মামুনের টার্গেট যুবকরাও
সুন্দরী নারীদের পাশাপাশি এলাকার বেকার যুবকদের প্রতিও টার্গেট ছিল প্রবাসী আল মামুনের। প্রতিমাসে এক লাখ বা তারও বেশি টাকা বেতন দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে ৮-১০ লাখ টাকা করে হাতিয়ে নিতেন মামুন। একসময় নদীতে মাছ ধরা সেই মামুন আজ কোটিপতি। নানা প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের সৌদিতে নেওয়ার পরে কথা মতো কাজ দেওয়া হতো না তাদের। বেতনও দেওয়া হতো খুব সামান্য। যদি কেউ তার অন্যায়ের প্রতিবাদ করে তার কপালেই নেমে আসে দুঃখ। টর্চার সেলে নিয়ে চালানো হয় আমানসিক নির্যাতন। অন্ধকার রুমে আটকে রেখে দেওয়া হয় মানসিক শাস্তিও। বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি এলাকার প্রবাসী আল মামুনের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামুনের নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই পালিয়ে এসেছে দেশে। ধার করে ৮ লাখ টাকা দিয়ে প্রবাসে নিয়ে ৪ বছরেও দেনা পরিশোধ করতে পারেনি অনেকেই। এলাকার কয়েকশ বেকার যুবক তার এ প্রতারণার শিকার। তবে প্রবাসী আল মামুনকে দেশে বসে সহযোগিতা করার অভিযোগ আছে দক্ষিণ চরদুয়ানির ইউপি সদস্য ফোরকান মিয়ার বিরুদ্ধে। যার সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয় মামুনের। তবে এ বিষয়টি নিয়ে ইউপি সদস্য ফোরকান মিয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকুনুজ্জামান খান জানান, এরই মধ্যে আল মামুনের বিষয়টি তিনি জেনেছেন। কেউ অভিযোগ দিলে খোঁজখবর নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রবাসীদের সুন্দরী স্ত্রীদের টার্গেট করে প্রথমে তাদের স্বামীকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন মামুন। এরপর প্রবাসে স্বামীকে জিম্মি করে দেশে থাকা স্ত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বাধ্য করেন। একপর্যায়ে দেশে এসে স্ত্রীদের ধর্ষণ করেন। এভাবে চলতে থাকে দিনের পর দিন। যখনই স্ত্রী বেঁকে বসে, তখনই বিদেশে স্বামীকে নির্যাতন করা হয়।
০৭ মে, ২০২৪

মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ
মাঝ আকাশে কয়েকজন নারী যাত্রীর ঝগড়া-হাতাহাতির পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বিমান। কুয়েত এয়ারওয়েজের বিমানটি থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এরপর ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণ করে।  গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন ওই নারীরা। পরে অভিযুক্ত যাত্রীদের আটক করা হয়।  প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন ‘সহিংস আচরণ’ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয়।  পরে মাঝ আকাশে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানের অন্য যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয়।  ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।  
০৭ মে, ২০২৪

ভারতের টি-টোয়েন্টির জবাবে বাংলাদেশের ‘ওয়ানডে’
চলতি বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেই প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের নারী দল পাঠিয়েছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে রয়েছে হারমানপ্রিত করের দল। তবে একের পর এক ম্যাচে বাংলাদেশ নারী দলের ব্যাটিং ব্যর্থতায় ভেস্তে যাচ্ছে ভারতীয় নারী দলের প্রস্তুতি। তবে নিজেদের প্রস্তুতির ধারটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় নারী দল। দুই দিক থেকে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশের নারী দল। কোনো ব্যাটার নিয়মিতভাবে পাচ্ছেন না রান। আরও কারও ব্যাটে উঠছে না ঝড়। ভারতীয় দলের টি-টোয়েন্টির জবাবটা ওয়ানডে ক্রিকেটে দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। টানা তিন হারে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যায় ভারতের। সোমবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে দেখা মেলে একই চিত্রের। ১৪ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান করে ভারত। ওভার প্রতি ৮.৭২ গড়ে রান তোলে ভারতীয় ব্যাটাররা। অন্যদিকে পুরো ১৪ ওভার ব্যাট করে বাংলাদেশ তুলে মাত্র ৬৮ রান। এই রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেরে জ্যোতিরা। বাংলাদেশের রান তোলার গতি ছিল ৪.৮৫। বৃষ্টির মতো চার-ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। চতুর্থ ম্যাচে সব মিলিয়ে ১৪ চারের বিপরীতে ছক্কা হয়েছে ৩টি। অন্যদিকে বাংলাদেশের ইনিংসে সব মিলিয়ে ৭টি চারের মার থাকলেও ছক্কার নেই একটিও। এর আগের তিন ম্যাচেও ছিল একই চিত্র। চতুর্থ ম্যাচে ৫৬ রানে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ নারী দল। আগামী বৃহস্পতিবার সিলেটেই হবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।
০৭ মে, ২০২৪

চার জেলায় নারী মেডিকেল অফিসার নিচ্ছে মেরী স্টোপস
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক নেতৃস্থানীয় এনজিও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ‘মেডিকেল অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : মেরী স্টোপস বাংলাদেশ পদের নাম : মেডিকেল অফিসার পদসংখ্যা : ০৪টি বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম ও জয়পুরহাট বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৫ মে, ২০২৪ চাকরির ধরন : ফুল টাইম প্রার্থীর ধরন : শুধু মহিলা কর্মস্থল : জয়পুরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও আবেদনের শেষ তারিখ : ১২ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : এক বছরের ইন্টার্নশিপসহ এমবিবিএস, মেডিকেল আল্ট্রাসাউন্ড, ডিপ্লোমা/সার্টিফিকেশন, বৈধ এবং আপডেট করা বিএমডিসি নিবন্ধন প্রশংসাপত্র থাকতে হবে। অন্যান্য সুবিধা : যোগ্যপ্রার্থীকে প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধার প্যাকেজ দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : বাড়ি # ৬/২, ব্লক # এফ, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা- ১২০৭
০৬ মে, ২০২৪

চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের বাকি দুই দল
আর মাত্র চার মাস পরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে আইসিসি পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করছে। তবে তখনও সবগুলো দল নিশ্চিত হয়নি। বাছাইপর্ব খেলে বাকি দুটি দলের জায়গা নিশ্চিত করতে হতো। সেই জায়গা দুটি নিজেদের দখলে নিয়েছে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা নারী দল। এখন ফাইনাল ম্যাচের ফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে দেশদুটির কোন গ্রুপে স্থান হবে। মঙ্গলবার (৭ মে) বাছাইপর্বের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জায়গা নিশ্চিত করা দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ম্যাচটিতে জয়ী দল ‘এ’ গ্রুপে, আর পরাজিত দল খেলবে ‘বি’ গ্রুপে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আট দলের সাথে যুক্ত হতে দুটি আসনের জন্য লড়াইয়ে নেমেছিল ১০টি দল। গ্রুপপর্ব পেরিয়ে তাদের মধ্য থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। সেখানে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্কটল্যান্ড। আর শ্রীলঙ্কা স্বাগতিক আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে স্কটল্যান্ড বাকি জায়গাটি দখল করে। এর আগে রোববার (৫ মে) দুপুরে বাংলাদেশের একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিসের উপস্থিতিতে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। সে সময়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশ মিরপুরে মাঠে নামবে। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বা স্কটল্যান্ডের মধ্যে কে হবে তা আজকের ম্যাচ দিয়ে নির্ধারিত হবে। এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে । সব মিলিয়ে ২৩টি ম্যাচ হবে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ ‘এ’ তে থাকা দলগুলো: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল। গ্রুপ ‘বি’ তে থাকা দলগুলো: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল।
০৬ মে, ২০২৪

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে : প্রতিমন্ত্রী রিমি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন, সভ্যতাকে এগিয়ে নিতে নারী পুরুষ উভয়ের প্রয়োজন অনস্বীকার্য। নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে।  রোববার (৫ মে) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর উদ্যোগে আয়োজিত নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জীবনের বাস্তবতায় বাংলাদেশ বর্তমানে এ বিষয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। নারী সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় দেশ যেমন এগিয়ে যাবে, তেমনি দেশের উন্নয়নে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রেও নারীর অবদান দৃষ্টিগোচর হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের অভূতপূর্ব বিকাশ পৃথিবীর সমস্ত কিছুতে নতুন মাত্রা যুক্ত করেছে। জ্ঞানবিজ্ঞান প্রযুক্তি মানুষের জীবন ধারাকে বদলে দিচ্ছে মুহূর্তেই। এই বাস্তবতায় সমভাবে এগিয়ে আসতে হবে নারীকেও। সুযোগ তৈরি করে দিতে হবে রাষ্ট্র এবং সমাজকে। প্রতিমন্ত্রী  আরও বলেন, ‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ শ্লোগানকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে আমাদের মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরসমূহ নিরলস কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তোলাসহ নেয়া হয়েছে অনেক পদক্ষেপ। এছাড়াও নারীকে দেশের সকল উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করতে দেশের সকল উপজেলায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম সফলতার সাথে চলমান রয়েছে। একইসাথে, মন্ত্রণালয়ের উদ্যোগে নির্যাতিত, দুঃস্থ ও অসহায় মহিলা ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা ও আত্মকর্মসংস্থানমূক কাজের জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল।
০৫ মে, ২০২৪

ঘরের মাঠের বিশ্বকাপে কঠিন গ্রুপে জ্যোতিরা
চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশের মাটিতে মাঠে গড়াবে নারী ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বৈশ্বিক ইভেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হওয়া ১০ দলের এই আসরে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশের নারীরা। ‘বি’ গ্রুপে জ্যোতি-মারুফাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে উঠে আসা দুই নম্বর দল। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ও ট্রফি উন্মোচন করে আইসিসি। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয় যে ১০টি দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে খেলা দলগুলোর প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে বিকেএসপিকে নির্ধারন করা হয়েছে। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২'তে। তবে জ্যোতিদের সব ম্যাচগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করছে। তবে এই ৮টি দল ছাড়া বাকি দুই দলকে বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। বি গ্রুপ-বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কোয়ালিফায়ার-২ বাংলাদেশের ম্যাচগুলোর সূচি তারিখ              প্রতিপক্ষ                সময়          ভেন্যু ৩ অক্টোবর      কোয়ালিফায়ার-২    সন্ধ্যা ৭টা       মিরপুর ৫ অক্টোবর        ইংল্যান্ড                সন্ধ্যা ৭টা       মিরপুর ৯ অক্টোবর        ওয়েস্ট ইন্ডিজ      বিকেল ৩টা     মিরপুর ১২ অক্টোবর       দক্ষিণ আফ্রিকা     সন্ধ্যা ৭টা       মিরপুর
০৫ মে, ২০২৪

কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা মা ও তার ৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কৃষক আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রূপ তারা (৪৫) ও তার শিশু সন্তান তাইজুল (৫)। জানা যায়, রাতে ঝড়বৃষ্টির সময় শিশুসন্তান নিয়ে ঘরে শুয়েছিলেন অন্তঃসত্ত্বা রূপ তারা। এ সময় ঘরের উপরে থাকা একটি রঙিলা গাছ ঝড়ে উপড়ে ঘরের ওপর পড়ে যায়। ঘরের নিচে চাপা পড়েন রূপ তারা ও তার শিশুসন্তান তাইজুল। ঘটনাস্থলে তাইজুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রূপ তারাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
০৫ মে, ২০২৪
X