গণহারে ছুটিতে কর্মীরা, ৮৬ ফ্লাইট বাতিল
অসুস্থতার কারণে গণহারে ছুটি নিতে শুরু করেছেন বিমানের কেবিন ক্রুরা। আর তাতেই বিপাকে পড়েছে বিমান পরিচালনাকারী সংস্থা। কেবিন ক্রু সংকটে বাধ্য হয়ে বাতিল করেছেন বিমানের অন্তত ৮৬ ফ্লাইট। বুধবার (০৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের একটি সূত্র জানিয়েছে, কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার ছুটি নেওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। ফলে ক্রু সংকটে ফ্লাইট বাতিল করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ জ্যেষ্ঠ কেবিন ক্রু ফ্লাইটের অল্প সময় আগেই অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেন। এরপর থেকে ক্রুরা তাদের মোবাইল বন্ধ করে রাখেন। দেশটিতে নতুন নিয়োগ শর্তের কারণে আন্দোলনের অংশ হিসেবে শেষ মুহূর্তে কাজ থেকে তারা সরে এসেছেন।  ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী টাটার মালিকানাধীন এ কোম্পানির এক মুখপাত্র বলেন, গতকাল রাত থেকে কেবিন ক্রুদের কাছ থেকে তাদের অসুস্থতার খবর পেতে থাকি। এজন্য ফ্লাইট বাতিল বা বিলম্বের ঘটনা ঘটেছে।  তিনি বলেন, আমার ক্রুদের সঙ্গে যোগাযোগ করে এমনটা ঘটার কারণ জানার চেষ্টা করছি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এজন্য সৃষ্ট যাত্রীদের অসুবিধা দূর করতে যথাসাধ্য চেষ্টা চলছে। অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।  আন্দোলনকারীদের অভিযোগ, টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে চাকরিতে বৈষম্য চলছে। নির্দিষ্ট পদের জন্য ভাইবা দিয়ে তার চেয়ে নিচু পদে কাজ করতে হচ্ছে।  ক্রুদের আরও অভিযোগ, অনেক ক্ষেত্রে আগের ভর্তুকি প্যাকেজের সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোনো ক্ষেত্রে এগুলো বাতিল করা হয়েছে। 
০৮ মে, ২০২৪

ইসরায়েলের হামলা / ইরানের আকাশ এড়াতে একের পর এক ফ্লাইট বাতিল
ইসরায়েলের হামলার পর ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজ। একের পর এক বাতিল করছে ফ্লাইট। পাশাপাশি বিকল্প বিমানবন্দন ব্যবহার করে যাত্রী পরিবহন করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ এপ্রিল) হামলার পর তেহরান, ইস্ফাহান, সিরাজসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও। পরে অবশ্য খুব দ্রুতই বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্বাভাবিক করা হয় বিমানবন্দর। কিন্তু এতে আশ্বস্থ হতে পারেনি আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। ফ্লাইটরাডার ২৪ জানায়, ফ্লাই দুবাই একটি ফ্লাইট বাতিল করে। আরেকটি দুবাইয়ে ফিরিয়ে আনা হয়। এদিকে হামলার খবরে রোম থেকে তেহরানগামী ইরান এয়ারের একটি ফ্লাইট হঠাৎ পথ পরিবর্তন করে। সেটি তুরস্কের আঙ্কারায় অবতরণ করে। জার্মানির লুফথানসা তেলআবিবগামী ফ্লাইটও বাতিল করেছে। তারা জানিয়েছে, শনিবার পর্যন্ত অন্যান্য গন্তব্যে যেতে ইরাকের আকাশসীমা ব্যবহার করা হবে।  এক বিবৃতিতে তারা বলে, ‘যাত্রী ও তাদের কর্মীদের নিরাপত্তা সব কিছুর ওপরে প্রাধান্য পায়।’ ফ্লাইদুবাইও বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের ফ্লাইটের পথ পরিবর্তন করছি।’ তবে ইরানের বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে বিমানবন্দর স্বাভাবিক থাকার কথা জানাচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। খবরে আরও বলা হয়, তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন এ পথে বিমান চলাচলে কোনো বাধা নেই।
১৯ এপ্রিল, ২০২৪

ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।  তিনি জানান, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের দুটি ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৯ সালে দেশটিতে বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এই বৃষ্টিপাত। সারা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি নিশ্চিত করেছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।  রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত, আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটারে পৌঁছেছে।  দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গতকাল মঙ্গলবার ভারী বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।
১৭ এপ্রিল, ২০২৪

ইরানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল
রাজধানী তেহরানসহ কয়েকটি শহরের বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করেছে ইরান। সোমবার পর্যন্ত এসব শহরের বিমানবন্দর থেকে যাত্রীবাহী কোনো বিমান আকাশে উঠবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। নজিরবিহীন এ হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের শঙ্কা আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করল তেহরান।  ইরান ও ইসরায়েল সংঘাতের শঙ্কায় সতর্কতা অবলম্বন করছে এ অঞ্চলের অন্যান্য দেশও। ইরাক তার আকাশসীমায় সবধরনের বিমান চলাচল স্থগিত করার কয়েক ঘণ্টা পর আবার আকাশসীমা খুলে দিয়েছে। তবে যে কোনো সময় আবারও আকাশসীমা বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।   ইরাক ও ইসরায়েলের প্রতিবেশী জর্ডান এবং লেবাননও নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইসরায়েলের আকাশসীমা।  মূলত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতেই রোববার রাতে ইসরায়েলজুড়ে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। শনিবার রাতের এই হামলাকে অপারেশন ট্রু প্রোমিজ নাম দিয়েছে ইরান। এ হামলাকে সীমিত ও নির্ধারিত বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি। এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। 
১৪ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল
তীব্র শীতে কাঁপছে দেশ। এ শীতের তীব্রতা এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের কবলে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ১২ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশটিতে অন্তত ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্যমতে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ হাজার ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া একই সময়ে ৫ হাজার ৮৬৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৪০১টি ফ্লাইট বাতিল হয়েছে।
১৪ জানুয়ারি, ২০২৪

যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল
তীব্র শীতে কাঁপছে দেশ। এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় এ শীতের তীব্রটা জেঁকে বসেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে শীতকালের ঝড়ের কবলে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ১২ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশটিতে অন্তত ২০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দুই হাজার ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া একই সময়ে পাঁচ হাজার ৮৬৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।  সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে. তাদের ৪০১টি ফ্লাইট বাতিল হয়েছে। আর স্কাইওয়েস্ট জানিয়েছে, তাদের ৩৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, আমরা বিমান পরিচালনায় মধ্য-পশ্চিম এলাকায় শীতকালীন আবহাওয়ার কারণে আজ ও আগামীকাল বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি।  সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, এ সময়ে শিকাগো, দেটরিওট এবং ওমাহায়ওয়ের প্রভাব পড়তে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন সতর্কবার্তা দেয়- মেঘ, ‍তুষার ও ঝড়ের কারণে বিভিন্ন এয়ারপোর্টে বিমান চলাচল বিলম্বিত হতে পারে।  শীতকালীন ঝড়ের প্রভাবে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নেমে গেছে। ফলে এসব এলাকায় বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে উৎপাদন কেন্দ্রগুলো। কলারোডা, আরাকানাসাস, উইসকনসিন এবং ইলিনয়সের বহু এলাকা শুক্রবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।   
১৩ জানুয়ারি, ২০২৪

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, ১২৪৩ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল তুষারঝড় বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে হিমশীতল আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাওয়ায় এক হাজার ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন মার্কিন এয়ারলাইন্স। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে প্রবল তুষারঝড় দেখা দেয়। পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে বিভিন্ন শহর। হিমশীতল আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো বাতাস। এসব কারণে দেশটির ১২টি রাজ্যের আট লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে সব ধরনের যান চলাচল। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, তীব্র তুষারঝড়ের জেরে মোট ১২৪৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ৫১৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডেল্টা এয়ার লাইনস বলেছে, আজ ও আগামীকাল মধ্য-পশ্চিমের আবহাওয়ার কারণে বিমান চালানোয় আমরা কিছু অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে বলেছিল, মেঘ, তুষার ও ঝোড়ো বাতাসের কারণে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হতে পারে। সবচেয়ে বেশি ২৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংসের। এরপরেই সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ২১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
১২ জানুয়ারি, ২০২৪

পাকিস্তানে জ্বালানির অভাবে ২৬ ফ্লাইট বাতিল
জ্বালানির অভাবে অভ্যন্তরীণ ফ্লাইট কাটছাঁট করতে বাধ্য হচ্ছে পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। গতকাল সোমবার পিআইএর ২৬টি ফ্লাইট বাতিল করেছে তারা। এই ফ্লাইটগুলোর সবই করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গাওদার এবং অন্যান্য শহরের। খবর জিও নিউজের। ফ্লাইট বাতিলের কারণে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, তাদের জন্য অবশ্য অন্য বিমান সংস্থার ফ্লাইটের ব্যবস্থা করেছে পিটিআই। পিআইএ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জ্বালানি তেলের বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার থেকে পিআইএকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহ কোম্পানি পাকিস্তান স্টেটস অয়েল (পিএসও)। তাই ফ্লাইট কাটছাঁটে বাধ্য হয়েছে পিআইএ। পিআইএর কর্মকর্তারা জানান, শনিবার করাচি থেকে মাত্র তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে। পিআইএর এক মুখপাত্র জিও নিউজকে জানান, অক্টোবরের ২১ ও ২২ তারিখে জ্বালানি তেলের বকেয়া বাবদ মোট ৫০ কোটি রুপি পিএসওকে প্রদান করেছে সরকারি এই বিমান সংস্থাটি, কিন্তু তাতে বকেয়া সম্পূর্ণ পরিশোধ হয়নি। পিএসও অবশ্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য তেল সরবরাহ করতে রাজি হয়েছে। বর্তমানে সৌদি আরব, কানাডা, চীন ও মালয়েশিয়া রুটে পিআইএর ফ্লাইট বেশ লাভজনক।
২৪ অক্টোবর, ২০২৩

জ্বালানির অভাবে পাকিস্তানে ২৬ ফ্লাইট বাতিল
জ্বালানির অভাবে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ। করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গোয়াদর ও অন্যান্য শহর থেকে ২৬টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান স্টেট অয়েল (পিএসও) কোম্পানি জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ। করাচি থেকে ১৮টি, লাহোর ও ইসলামাবাদ থেকে দুটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া পিআইএ-এর জ্বালানি সমন্বয় পরিকল্পনা অনুযায়ী, আজ সারা দিনে মাত্র তিনটি ফ্লাইট করাচি থেকে যাত্রা করবে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি এই বিমান সংস্থা চরম অর্থ সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসে ট্যাক্স না দেওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাজস্ব বোর্ড। ফলে পিএসও-এর বকেয়া অর্থ আর পরিশোধ করতে পারেনি এয়ারলাইনটি। তবে পিআইএ-এর এক মুখপাত্র জিও নিউজকে বলেছেন, পিআইএ কর্মকর্তারা বিষয়টি দেখছেন। ক্রেডিট লাইন চালু হলে আজই জ্বালানি সরবরাহ সচল হবে। ক্ষতিগ্রস্ত বিমান যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
২৩ অক্টোবর, ২০২৩

ইসরায়েলে একের পর এক ফ্লাইট বাতিল
ইসরায়েলে ফিলিস্তিনি বাহিনীর হামলার পর একের পর এক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন সংস্থা। এতে করে বিমানবন্দরে ভিড় বাড়ছে। অন্যদিকে হামলার মধ্যে দেশজুড়ে পাসপোর্টের আবেদনও বেড়েছে। খবর গলফি নিউজের।  প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর থেকে আমেরিকান এয়ার লাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরাটস ও রানায়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ফ্লাইট বাতিল করছে। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের বিমান পরিচালনাকারী সংস্থা এআই এএল জানিয়েছে, তারা তেল আবিব থেকে বিমান পরিচালনা করছেন। তবে অন্য অনেক বিদেশি কোম্পানি তাদের ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি ইসরায়েলের নিরাপত্তা বিভাগের নির্দেশনা অনুসারে তাদের কার্যক্রম চালাচ্ছে।  গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে হামলায় দেশটির ১৪৯ পর্যটককে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ফ্লাইট বাতিলের কারণে এখনও ৮১ জন পর্যটক দেশটিতে আটকা পড়ে আছেন।  স্পেনের বিমান পরিচালনাকারী সংস্থা এনা জানিয়েছে, প্রতিষ্ঠানটি রোববার তেল আবিব থেকে তাদের ৯টি ফ্লাইট  ও অন্য গন্তব্য থেকে আরও চারটি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া দেশটির অপর বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ইউরোপা তাদের দুটি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবে ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলোতে ইসরায়েলি নাগরিকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পশ্চিমা পর্যটনবিষয়ক অফিসগুলোর দেওয়া তথ্যমতে, সম্প্রতি ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দেশের পাসপোর্ট নেওয়ার আগ্রহ বেড়ে গেছে।  পর্তুগিজ ইমিগ্রেশন সার্ভিস জানিয়েছে, বছরের শুরুতে সম্প্রতি ২১ হাজার ইসরায়েলি দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন কার্যালয়গুলো এখন হাজারো ইসরায়েলির নিত্যকার গন্তব্যে পরিণত হয়েছে। ফ্রেঞ্চ, পর্তুগিজ, জার্মান এবং পোলিশ অ্যাম্বাসিতে আবেদনের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। যেটা এর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।  
০৯ অক্টোবর, ২০২৩
X