মিলারের পারিশ্রমিক প্রসঙ্গে যা বলছে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়রি লিগের (বিপিএল) দশম আসরের শিরোপা জয়ী ফরচুন বরিশালের হয়ে খেলা ডেভিড মিলারকে নিয়ে বোমা ফাটান পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে টেলিভিশন শো-তে কিংবদন্তি এ পেসার বলেন তিন ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটার বরিশালের কাছ থেকে দেড় লাখ মার্কিন ডলার পেয়েছেন, বাংলাদেশ মুদ্রায় পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। তবে এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি বলেছেন, ওয়াসিমের বক্তব্য সম্পূর্ণই মনগড়া। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ স্পোর্টস-এর অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নে পিএসএলের ম্যাচশেষে বিশ্লেষণে নিজে থেকে ওয়াসিম আকরাম বলেন, ‘শেষ তিন ম্যাচের জন্য ডেভিড মিলারকে বরিশালের মালিকপক্ষ থেকে দেড় লাখ মার্কিন ডলার পারিশ্রমিক দিয়েছে। এমনকি ফাইনাল ম্যাচ খেলার জন্য নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়েছেন মিলার।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে যোগাযোগ করা হয় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়াসিমের (ওয়াসিম আকরাম) এ বক্তব্য একেবারেই মনগড়া। এটি ফলস স্টেটমেন্ট (মিথ্যা বিবৃতি)। ওয়াসিম আকরাম সম্ভবত আবেগী হয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন।’ এ সময় ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান আরও বলেন, ‘ওয়াসিম আকরাম কি ডেভিড মিলারের সঙ্গে কথা বলেছিলেন! বললে এ বক্তব্য দিতে পারতেন না।’ ডেভিড মিলারের সঙ্গে দুটি ম্যাচের চুক্তি করেছিল বরিশাল। কিন্তু বিপিএলের ফাইনালে ওঠায় প্রোটিয়া এই ব্যাটারকে আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়। মিজানুর রহমান বলেন, ‘ফরচুন বরিশালের সবাই এমনকি টিম বয় পর্যন্ত মিলারকে অনুরোধ করেছে। ফিরে যাওয়ার জন্য ব্যাগ গোছানো হয়ে গেলেও সবার অনুরোধ ফেলে যেতে পারেননি মিলার।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি নিজে ওকে (ডেভিড মিলারকে) অনুরোধ করি ফাইনাল খেলে যাওয়ার জন্য। ও সেই অনুরোধ রাখেন। বিয়ের তারিখ পেছানোর তথ্যও অসত্য।’ কিলার-মিলারের পারিশ্রমিক প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফরচুর বরিশালের মালিক বলেন, ‘মিলারের সঙ্গে ১০ হাজার মার্কিন ডলার চুক্তি হয়েছিল। সেই অঙ্ক ওয়াসিমের কাছে কীভাবে দেড় লাখ মার্কিন ডলার হয়ে গেল তা বোধগম্য নয়। এ ধরনের পারিশ্রমিকের কথা চিন্তা করাও অবান্তর।’
১৪ মার্চ, ২০২৪

বিপিএল থেকে মিলারের আয় কত?
দশম আসরে এসে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা উৎসব করে বরিশাল। চ্যাম্পিয়নদের হয়ে বিপিএল মাতান দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। যদিও তিন ম্যাচে মাত্র ৪৭ রান করেন তিনি। এরপরও বড় প্রশ্ন এবারের বিপিএল থেকে কত টাকা আয় করেছেন ‘কিলার মিলার’ খ্যাত বাঁহাতি এই ব্যাটার? বিষয়টি নিয়ে কোনো তথ্য জানায়নি মিলারের দল বরিশাল। তবে বিপিএল থেকে মিলার কত আয় করেছেন, তা খোলাসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি জানান, তিন ম্যাচ খেলে মিলার পেয়েছেন দেড় লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষ্যে ‘দ্য প্যাভিলিয়ন’ নামের এক অনুষ্ঠানে এ কথা জানান ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আমরা আলোচনা করছিলাম। পিএসএল চলায় সেভাবে বিপিএল দেখা হয়নি। তবে আমি জানতে পেরেছি, ডেভিড মিলারকে নাকি তিন ম্যাচ খেলার জন্য দেড় লাখ মার্কিন ডলার দেয়া হয়েছে! আর সেই কারণেই নাকি সে (মিলার) তার বিয়ে স্থগিত করে খেলতে এসেছিল!’ এ সময় ওয়ামিম আকরাম আরও বলেন, ‘এখানে তো পাকিস্তানের লিগ বাদে আর কিছু আলোচনা হয় না। তো আমরা জানতে চেয়েছিলাম সদ্য শেষ হওয়া বিপিএলের অবস্থা সম্পর্কে। তখন আমি এমন তথ্য জানতে পারি।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার জানালেও বিপিএল গর্ভনিং কাউন্সিল কিংবা মিলারের ফ্র্যাঞ্চাইজি বরিশাল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি বিপিএলের ড্রাফট থেকে দল ভেড়ানো দেশি-বিদেশি ক্রিকেটারদের অর্থমূল্য প্রকাশ করা হয় না।
১৪ মার্চ, ২০২৪

আইপিএল-পিএসএল একই সময়ে হলে, বিপিএল কবে?
নানা জটিলতা পার করে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত তাদের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় বড় ধরনের জটিলতায় পরে আয়োজকরা। সবশেষ এশিয়া কাপের রাজস্ব বণ্টন নিয়েও সমস্যায় পড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।  আগামী বছর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। এবারও পিসিবিকে মাথায় রাখতে হচ্ছে ভারতের কথা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এই প্রতিযোগিতার স্বত্ব চূড়ান্ত করার পর প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।  তিনটি স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার কাজে হাত দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মতামত পাওয়া যায়নি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তানে দল পাঠাতে রাজি না হলে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।  আর যদি তাই হয়, তাহলে ভারতের ম্যাচ গুলোর বিকল্প ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। এমনটাই জানিয়েছে দেশটির ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ফ্রেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে হওয়ার কথা বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।  এ সময়ে আয়োজন করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), দক্ষিণ আফ্রিকার আইএল টি-টোয়েন্টি লিগ। ফলে অনিশ্চয়তায় পড়েছে লিগগুলোর আয়োজন নিয়ে। এদিকে বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজন হয় বিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পরিবর্তন হতে পারে বিপিএলের সূচিরও। এর আগে চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। ডিসেম্বরের শেষ হবে এই সিরিজ।  আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো খেলা নেই। ফলে ডিসেম্বরের শেষদিকেই পর্দা উঠতে পারে বিপিএলের ১১তম আসরের।  চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান আসবে বাংলাদেশে। এর আগে প্রায় দেড় মাসের ফাঁকা স্লট পাচ্ছে পিসিবি। ফলে এ সময় তারা আয়োজন করতে পারে পিএসএল। যদিও এই মার্চ-এপ্রিলে মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। ফলে আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে পিএসএল।  আগামী সপ্তাহে হবে আইসিসির সভা। সেখানে এ সব বিষয় নিয়ে কথা বলবেন পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে মতামত চাওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এ ছাড়া ভারত পাকিস্তানে খেলতে রাজি না হলে বিকল্প ভেন্যু নিয়েও আলোচনা হবে আইসিসির বোর্ড সভায়।
১১ মার্চ, ২০২৪

শিরোপা জয়ের পর তামিম পত্নীর আবেগঘন পোস্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে প্রথমবার শিরোপা জয়ের আনন্দে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি। দশম আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে দুর্দান্ত ভূমিকা রাখেন অধিনায়ক তামিম ইকবাল। আর তাই তো স্বামীর শিরোপা জয়ের পর আবেগঘন এক পোস্ট করেন তামিম পত্নী আয়েশা সিদ্দিকা। এবারের বিপিএল শুরুর পূর্বে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে তামিম জানিয়েছিলেন, ফরচুন বরিশাল এবার ফাইনালে খেলবে। তবে শুধুই ফাইনাল খেলেনি বরিশাল। কুমিল্লাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ অঞ্চলের দলটি। আর সেই সঙ্গে স্ত্রীকে দেওয়া কথাও রেখেছেন তামিম ইকবাল। বরিশাল ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন আয়েশা সিদ্দিকি। এবার চ্যাম্পিয়ন হবার পর আবারও দৃশ্যপটে হাজির হলেন তামিম পত্নী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন ড্যাসিং ওপেনারের স্ত্রী। ফেসবুক পোস্টে আয়েশা সিদ্দিকা লিখেন, ‘কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একই সঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এমন সুখের সময়েও আমার মন পড়ে আছে, গতরাতের মর্মান্তিক দুর্ঘটনায়। আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার শক্তি দিন।’ বিপিএল ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে চারবারের চ্যাম্পিয়নরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বরিশাল বাহিনী। সেই সঙ্গে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে দক্ষিণ অঞ্চলের দলটি।
০২ মার্চ, ২০২৪

ফরচুনে আক্ষেপ ঘুচলো বরিশালবাসীর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১২ সালে বিপিএল শুরু করার সময়ের প্রথম আসরের ৬ দলের একটি ছিল বরিশাল। প্রথম আসরে শিরোপার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি তৎকালীন বরিশাল বুলস নামে পরিচিত দলটির। এরপর একে একে আরও ৫ আসর খেলেছে বরিশাল দল, মালিকানাও পরিবর্তন হয়েছে আরও দুইবার। তবে, বরিশালবাসী শিরোপার মুখ আর দেখেনি। অবশেষে তৃতীয় মালিকের বেলায় বরিশাল সফল হলো। ফরচুন গ্রুপের অধীনে ফরচুন বরিশাল নাম নিয়ে বিপিএলের দশম আসরে শিরোপা ঘরে তুলল দক্ষিণের দলটি। এবারের বিপিএলের আসর শুরুর আগেই বরিশালকে নিয়ে শুরু হয় সমালোচনা। মূল আসর শুরুর আগের প্লেয়ার ড্রাফটে অন্য সব দল যখন তারুণ্য আর ভালো মানের বিদেশি খেলোয়াড়ের দিকে মনোযোগ দিচ্ছিল তখন ফুরিয়ে যাওয়া বুড়োদের নিয়েই দল সাজায় বরিশাল। অনেক সমালোচনা হলেও দলটির মালিক এবং ফরচুন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, বরিশাল এবার শিরোপা জিতবে। বরিশালের খেলোয়াড়েরা তার কথা বিফলে যেতে দেয়নি, ঠিকই কুমিল্লাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। এই শিরোপার মাধ্যমে বরিশালবাসীর ১২ বছরের আক্ষেপ ঘুচলো।  অবশ্য ২০২১ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ফরচুন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান 'ফরচুন বরিশাল' দলের মালিকানা গ্রহণের পরই ঘোষণা দেন এবার বিপিএলের শিরোপা দক্ষিণের শহরটিতে আসবে। প্রথম চেষ্টাতেই অল্পের জন্য মাত্র এক রানের ব্যবধানে আজকের ফাইনালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে হারাতে হয় শিরোপা। এত কাছে গিয়েও সাফল্য না পাওয়ার পরেও দমে যায়নি বরিশালের দলটি। পরের আসরেও প্লে অফ খেলে দলটি। আর এবার তো একেবারে শিরোপাই ঘরে তুলল বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকায় পরিপূর্ণ দলটি।  বরিশালের সাফল্যের পিছনে বরিশালের খেলোয়াড়দের পাশাপাশি দলটির মালিক মিজানুর রহমান বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবারের আসরের শুরুর দিকে ভালো মানের বিদেশি খেলোয়াড় ও দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেও হতাশ হয়ে যাননি তিনি। আস্থা রেখেছেন তামিম মুশফিক ও রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। সুযোগ পাওয়া মাত্রই উড়িয়ে এনেছেন কাইল মায়ারস, ডেভিড মিলারের মতো স্বীকৃত টি-টোয়েন্টি তারকাদের। দেশি এবং বিদেশি তারকাদের এই মিশ্রণ ঠিকই কাজে লেগেছে দলটির। যার ফলাফল ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন।
০২ মার্চ, ২০২৪

২০২৪ বিপিএলে পাঁচ সেরা রান সংগ্রাহক
কুমিল্লা-বরিশালের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল বিপিএলের দশম আসরের। এখন পর্যন্ত অধরা শিরোপা অবশেষে নিশ্চিত হলো ফরচুন বরিশালের। বরিশালের শিরোপা নিশ্চিতের সাথে এই বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। এবারও বিপিএলের রান সংগ্রহের দিক থেকে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাই। আসরের মাঝ পর্যন্তও দেশিদের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের কণ্ঠে আক্ষেপ ঝরলেও আসরের শেষপ্রান্তে এসে পরিসংখ্যান বলছে, নিজেদের খুঁজে পেয়ে আসল সময়ে তারা ঠিকই নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। আসরের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকার সবাই বাংলাদেশি। চ্যাম্পিয়ন বরিশাল দলের দলপতি তামিম ইকবাল হয়েছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি আসরের সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বিপিএলের এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তামিম। তালিকার সেরা পাঁচে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও। এক নজরে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল ম্যাচ : ১৪ রান : ৪৯২ ব্যাটিং গড় : ৩৪.৮৪ স্ট্রাইক রেট : ১২৫.৪৮ সর্বোচ্চ : ৭১ তাওহিদ হৃদয় ম্যাচ : ১৩ রান : ৪৬২ ব্যাটিং গড় : ৪০.৬৩ স্ট্রাইক রেট : ১৪৯.৪৯ সর্বোচ্চ : ১০৮* তানজিদ হাসান তামিম ম্যাচ : ১২ রান : ৩৮৪ ব্যাটিং গড় : ৩২ স্ট্রাইক রেট : ১৩৫.৬৮ সর্বোচ্চ : ১১৬ মুশফিকুর রহিম ম্যাচ : ১৪ রান : ৩৮০ ব্যাটিং গড় : ৬৮* স্ট্রাইক রেট : ১২৩.৫৬ লিটন কুমার দাস ম্যাচ : ১৩ রান : ৩৭৫ ব্যাটিং গড় : ২৮.৮৪ স্ট্রাইক রেট : ১৩০.৬৬ সর্বোচ্চ : ৮৫ সর্বোচ্চ : ৬৮*  
০১ মার্চ, ২০২৪

‘বুড়োদের’ নিয়েই প্রথম শিরোপা বরিশালের
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই বরিশালের ফ্রাঞ্চাইজি দলটিকে বলা হচ্ছিল বুড়োদের দল। বাংলাদেশ জাতীয় দলের একাধিক অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও খুব বেশি পাত্তা দেওয়া হচ্ছিল না তাদের। তবে শেষ পর্যন্ত এই বুড়োরাই ভেল্কি দেখাল। ফেভারিট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ‘বুড়ো’ হারের ভেল্কিতে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় করল ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৫৫ রানের টার্গেটে ৬ উইকেট এবং ৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বরিশাল। বরিশালের পক্ষে কাইল মায়ার্স সর্বোচ্চ ৪৬ রান করেন।  ১৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের। উদ্বোধনী জুটিতেই ৮ ওভারে ৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিত এনে দেন তারা। ২৬ বলে ৩৯ রান করে তামিম ফেরার পর মিরাজও ফেরেন ২৯ রান করে। দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। তৃতীয় উইকেট জুটিতে তাদের করা ৫৯ রানেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বরিশালের হাতে। মেয়ার্স ৩০ বলে ৪৬ রান করে ফিরলেও ততক্ষণে কুমিল্লার আশা এক প্রকার শেষ।  পরে মুশফিক ১৩ রানে আউট হলেও শিরোপা নিশ্চিত করতে বেগ পেতে হয়নি ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসানের ৩৮ ও আন্দ্রে রাসেলের ক্যামিওতে ভর করে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা। বরিশালের পক্ষে দুইটি উইকেট নেন জেমস ফুলার।
০১ মার্চ, ২০২৪

প্রথম শিরোপা জয়ে বরিশালের লক্ষ্য ১৫৫ রান
এবারের প্লে-অফের পর থেকেই তামিম ইকবালের ফরচুন বরিশাল যেন অন্য এক দল। গ্রুপ পর্বে ধারাবাহিকতার অভাবে থাকা দলটি প্লে-অফে ওঠার পর থেকেই খেলছে দুর্দান্ত। এলিমিনেটরে চট্টগ্রাম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে উড়িয়ে ফাইনালে হেসে খেলেই জায়গা করে নিয়েছে দলটি। এবার ফাইনালেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় সংগ্রহ করতে দেয়নি বরিশাল। ফাইনালে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লাকে ১৫৪ রানে আটকে ফেলেছে প্রথম ট্রফির আশায় থাকা দলটি। শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লাকে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানের বেশি করতে দেয়নি তারা। বরিশালের পক্ষে মাহিদুল হাসান করেন সর্বোচ্চ ৩৮ রান। আর বরিশালের পক্ষে জেমস ফুলার নেন দুই উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু আনতে পারেনি কুমিল্লা। আবারও ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিন। কাইল মেয়ার্সের বলে ওবেদ ম্যাককয়ের হাতে উইকেট বিলিয়ে আসেন তিনি। পরের ওভারে যদিও সাইফউদ্দিনকে পিটিয়ে ১৪ রান তুলে তাওহীদ হৃদয়-লিটন দাস জুটি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়। চতুর্থ ওভারে জেমস ফুলারের বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০ বলে ১৫ রান করেন তিনি । মারতে থাকা লিটন দাসও ফুলারের বলে নান্দনিকভাবে কাট করলেও বল সীমানা ছাড়া হয়নি। তা লুফে নেন রিয়াদ। ১২ বলে ১৬ রান করেন কুমিল্লা দলপতি। লিটনের বিদায়ের পর রানের গতিও কমে যায়। ধীরগতির ব্যাটিংয়ে দর্শকদের বিরক্তির কারন হন মাহিদুল ইসলাম ও জনসন চার্লসের জুটি। চার্লস ক্যারিবীয় পেসার ওবেদ ম্যাককয়ের বলে বিদায় নিলে ক্রিজে আসেন মঈন আলী। তবে তিনি রান আউটের শিকার হয়ে ছয় বলে তিন রান করে ফিরেন। ৭৯ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে যখন ধুকছে কুমিল্লা তখন দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিক। তবে তারাও রানের গতি বাড়াতে ব্যর্থ হন। অঙ্কনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৮ রান। অঙ্কন ফেরার পর শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এই ক্যারবিয়ান হার্ডহিটার ১৪ বলে করেছেন অপরাজিত ২৭ রান। এরমধ্যে ১৯তম ওভারেই তুলেছেন ২১ রান। শেষ ওভারে সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লার রান ১৫৪ রানের বেশি যায়নি।   বরিশালের পক্ষে জেমস ফুলার ছাড়াও সাইফুদ্দিন, মায়ার্স ও ম্যাক’কয় নেন একটি করে উইকেট।  
০১ মার্চ, ২০২৪

ফাইনালে শক্ত অবস্থানে বরিশাল 
অনেকটা ব্যাকফুটে থেকেই প্লে-অফ নিশ্চিত করে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে প্লে-অফে ওঠার পর থেকেই অন্য চেহারা দেখা যাচ্ছে দলটির। টানা কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম ও রংপুরকে উড়িয়ে ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। এবার ফাইনালেও নিজেদের সেরা খেলাটাই উপহার দিচ্ছে তারা। ফাইনালে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লার বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানেই রয়েছে এবার প্রথম ট্রফির আশায় থাকা দলটি। ম্যাচের ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান নিয়ে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৯ রানে মাহিদুল ইসলাম ও ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন জাকের আলী। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার শুরুটা ভালো হয় নি। এবারও ব্যর্থ নারাইন। কাইল মেয়ার্সের বলে ওবেদ ম্যাককয়ের হাতে উইকেট বিলিয়ে আসেন তিনি। পরের ওভারে যদিও সাইফউদ্দিনকে পিটিয়ে ১৪ রান তুলে তাওহীদ হৃদয়-লিটন দাস জুটি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হৃদয় বিদায় নেন চতুর্থ ওভারে। জেমস ফুলারের বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে তার ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ বলে ১৫ রান করেন কুমিল্লার এ ব্যাটার। মারতে থাকা লিটন দাস ফুলারের বলে নান্দনিকভাবে কাট করলেও বল সীমানা ছাড়া হয়নি। তা লুফে নেন রিয়াদ। ১২ বলে ১৬ রান করেন কুমিল্লা দলপতি। লিটনের বিদায়ের পর রানের গতিও কমে যায়। ধীরগতির ব্যাটিংয়ে দর্শকদের বিরক্তির কারন হন মাহিদুল ইসলাম ও জনসন চার্লসের জুটি। চার্লস ক্যারিবীয় পেসার ওবেদ ম্যাককয়ের বলে বিদায় নিলে ক্রিজে আসেন মঈন আলী। তবে তিনি রান আউটের শিকার হয়ে অল্পতেই ফিরেন। বর্তমানে ক্রিজে কুমিল্লার রান সম্মান জনক স্থানে নিতে লড়ছেন জাকের ও মাহিদুল।   
০১ মার্চ, ২০২৪
X