অস্ট্রেলিয়ায় স্লোগান / শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত (ভিডিও)
এবার ফিগার দেখিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকাই ছবির মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। স্টেজে পারফর্ম করতে করতে একপর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এই নায়ক।  এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশী ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়েদ ফ্যানরা।  এ ছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও।  এসময় স্টেজে বেজে চলছিল জায়েদের লেস্টেস্ট সুপার-ডুপার হিট সং ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’ গানটি। অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়েছেন জায়েদ খান। রোববার মেলবোর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি।  সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। অনুষ্ঠান শেষে কালবেলাকে জায়েদ জানান, কিছু ছেলেমেয়ে টি-শার্টে তার ছবি প্রিন্ট করে সেটি গায়ে দিয়ে অনুষ্ঠানে এসেছেন। এক ভক্ত এসে তাকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন। নায়কের সঙ্গে ছবি তুলতে হুমড়ি খয়ে পড়েছিলেন দর্শক। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।  হলভর্তি দর্শকের ওই অনুষ্ঠানে নিজ গানের কোলাজের সঙ্গে নেচেছেন জায়েদ খান। মঞ্চে সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা। এ বিষয়ে জায়েদ বলেন, বেশির ভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করছিলেন।  তাই ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না। স্টেজে দর্শকের জন্যও ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল। তাতে তিনজন দর্শক অংশগ্রহণ করেছেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন, সেই দর্শককে জায়েদের ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে।  নায়কের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন বিজয়ী দর্শক। জানা গেছে, অস্ট্রেলিয়ায় আরও একটি পারফর্ম করবেন জায়েদ।  আগামী ৫ মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে।  সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এই নায়ক। অন্যদিকে জায়েদের ফ্যানরাও ঈদে মুক্তি পাওয়া ‘সোনার চর’ সিনেমা দেখে নায়কের অভিনয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিভিন্ন সিনেমা হলে উপস্থিত থেকে সোনার চরের দর্শকের সঙ্গে সময় কাটিয়েছেন জায়েদ। সিনেমাটি দেখতে এসে জায়েদ ভক্তরা বলছেন, অভিনেতা হিসেবে জায়েদ খানের পুনর্জন্ম হয়েছে সোনার চর সিনেমার মাধ্যমে।
৩০ এপ্রিল, ২০২৪

যেভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলাশের কাছে পৌঁছলেন সেই ভক্ত
প্রেমিকার নজর কাড়তে নানা ‘পাগলামি’র আশ্রয় নেয় প্রেমিক। তেমনই একজন হলেন আশরাফুল নামে এক প্রবাসী। দেশের নাট্যাভিনেতা জিয়াউল হক পলাশকে মাধ্যম বানিয়ে নিজের প্রাক্তণ প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন ওই তরুণ।  ‘কাবিলা’ খ্যাত অভিনেতা পলাশকে কাতার বিশ্বকাপের টিকিট উপহার দিতে চেয়েছিলেন আশরাফুল। গত বছর বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করে। যদিও পলাশ তখন কাতার যেতে পারেননি। তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। তবে সম্প্রতি পলাশের দেখা পেয়েছেন আশরাফুল। প্রিয় তারকার সঙ্গে ছবিবন্দিও হয়েছেন তিনি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছেন পলাশ। আশরাফুল জানান, তার প্রাক্তন প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করতে কাতার বিশ্বকাপের টিকিট অফার করেছিলেন পলাশকে। কাতারে পলাশের জন্য সব ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তাই এবার দেশে ফিরে দেখা করার চেষ্টা করেন। আশরাফুল বলেন, ‘দেশে এসেই কাবিলা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাই। চট্টগ্রামে তার একজন অ্যাডমিন থাকেন। তার সঙ্গে পরিচয় হলে বিষয়টি তাকে বলি। তিনি আমাকে ঢাকায় নিয়ে আসেন। অবশেষে দেখা হয়’। এ বিষয়ে পলাশ বললেন, ‘আমার ভক্ত আশরাফুল। তার অনুরোধ রাখতে পারিনি। তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। দেখা হলো, বেশ ভালো লাগল যে তার একটি ইচ্ছে পূরণ করতে পারলাম’।  
১০ ডিসেম্বর, ২০২৩

শাহরুখকে শুভেচ্ছা জানাতে এসে ফোন হারালেন ১৭ ভক্ত
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে তার বাংলো ‘মান্নাত’-এর সামনে প্রতিবছরই ভক্তদের জোয়ার ওঠে। তবে অন্য বছরের তুলনায় এবার হুড়োহুড়ি থামাতে লাঠি চালাতে হয় পুলিশকে। আর এই হুড়োহুড়ির সুযোগে শাহরুখভক্তদের চুরি হয়েছে কমপক্ষে ৩০টি মোবাইল বলে জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ছিল কিং খানের জন্মদিন। সেদিন প্রথম প্রহর থেকে উৎসবে মাতেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় তারকার ৫৮তম জন্মদিন পালন করেছেন নানা আয়োজনে। জন্মদিন উপলক্ষে মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ছিল শাহরুখ ভক্তদের দীর্ঘ লাইন। হাজার হাজার অনুরাগী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকাকে এক ঝলক দেখার উদ্দেশ্যে ভারতের নানাপ্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মান্নাতের বাইরে। এত ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। ভক্তদের পকেট থেকে চুরি গেল ৩০টি মোবাইল। পরে ২৩ বছর বয়সী আরবাজ খান যান পুলিশে অভিযোগ জানাতে, তখন জানতে পারেন- আরও ১৬ জন এরই মধ্যে মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন। এখন চুরি যাওয়া ফোন উদ্ধারে চলছে অনুসন্ধান। গত বুধবার মধ্যরাতে অল ব্ল্যাক লুকে ভক্তদের দেখা দেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে দুই হাত খুলে শাহরুখ দাঁড়ালেন মান্নাতের ব্যালকনিতে। পরের দিনও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেওয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন। হাজার কোটির মাইলফলক পার করা পাঠান, জওয়ানের পর ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’। পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। অবশ্য এর আগে ক্যামিও রোলে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ধরা দেবেন তিনি।
০৪ নভেম্বর, ২০২৩

আশঙ্কাজনক অবস্থায় পুতিনের একান্ত ভক্ত রমজান কাদিরভ
গুরুতর অসুস্থ পুতিনের ঘনিষ্ঠ ভক্ত ও চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র। নিউইয়র্ক টাইমস ও ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইয়াহু নিউজ জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা অ্যান্দ্রিয় ইয়োসোভ দেশটির সংবাদমাধ্যম অবজরিভাটেলকে বলেন, হাসপাতাল ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে তার অবস্থা গুরুতর। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার সেসব অবস্থার অনেক অবনতি হয়ে আশঙ্কাজনক অবস্থার তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের আঘাত পাননি। অ্যান্দ্রিয় বলেন, এটি তার কোনো আঘাতজনিত অসুস্থতা নয়। তিনি দীর্ঘসময় ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার এসব অবস্থার কারণেই এখন অবস্থা মারাত্মক। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।  মাদকের প্রতি তীব্র আসক্তির কারণে চেচনিয়ার এই যুদ্ধবাজ নেতার শারীরিক অবস্থা গত কয়েক মাস ধরে খারাপ বলে গুজব রয়েছে। কিডনি জটিলতাসহ নানা ধরনের সমস্যায় ভোগা রমজান কাদিরভকে বিষ প্রয়োগ করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন। সংবাদমাধ্যম জানিয়েছে, কাদিরভ মূলত পুতিনের সেনা, পুতিনের অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত। তিনি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার জন্য সেনা মোতায়েন করেছিলেন।  উল্লেখ্য, ২০০৪ সালে পিতা আখমাদ কাদিরভের মৃত্যুর পর ক্ষমতায় আসেন রমজান কাদিরভ। দ্বিতীয় চেচেন যুদ্ধে বিদ্রোহী চেচনিয়া প্রদেশটি পুনরুদ্ধার করার পর পুতিনের শাসনভার তুলে দেন তার অনুগত চেচেন নেতা আখমাদ কাদিরভের হাতে। রাশিয়ান সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও চেচনিয়াকে প্রায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পুতিনের সম্পূর্ণ সমর্থন পেয়েছিলেন রমজান কাদিরভ। বিনিময়ে পুতিন চেয়েছিলেন কাদিরভকে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করতে হবে। চেচেন সরকারের বাজেটের প্রায় ৯-দশমাংশের জোগান দেয় রাশিয়া। বিশাল রাষ্ট্রীয় ভর্তুকির পাশাপাশি দেওয়া হয় পুরস্কার এবং প্রণোদনা। রাজধানী গ্রোজনিতে কাদিরভ এবং তার মিত্ররা সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করলেও, অনেক শক্তিশালী শত্রুও ছিল তার। ওয়াগনার গোষ্ঠী ছিল সেই শত্রুদের একজন। ওয়াগনারের অনেক পেশাদার সৈন্য ছিলেন যারা চেচেন যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এক সময় রমজান কাদিরভ নিজেও ছিলেন সেই বিদ্রোহীদের মধ্যে। তাই জাতিগতভাবে চেচেনদের জন্য ওয়াগনার বাহিনীতে যোগদান নিষিদ্ধ করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধে প্রিগোজিন এবং রমজান কাদিরভের মধ্যে একটি মিল দেখা গেছে। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বকে অযোগ্য বলে আক্রমণ করেছেন এবং এর মাধ্যমে তারা নিজেদের ভাড়াটে বাহিনীকে সামনে নিয়ে এসেছেন।
১৬ সেপ্টেম্বর, ২০২৩
X