বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়ায় স্লোগান

শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত (ভিডিও)

জায়েদ খান। ছবি : কালবেলা ও সংগৃহীত
জায়েদ খান। ছবি : কালবেলা ও সংগৃহীত

এবার ফিগার দেখিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকাই ছবির মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। স্টেজে পারফর্ম করতে করতে একপর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এই নায়ক। এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশী ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়েদ ফ্যানরা। এ ছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও। এসময় স্টেজে বেজে চলছিল জায়েদের লেস্টেস্ট সুপার-ডুপার হিট সং ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’ গানটি।

অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়েছেন জায়েদ খান। রোববার মেলবোর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি। সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা।

অনুষ্ঠান শেষে কালবেলাকে জায়েদ জানান, কিছু ছেলেমেয়ে টি-শার্টে তার ছবি প্রিন্ট করে সেটি গায়ে দিয়ে অনুষ্ঠানে এসেছেন। এক ভক্ত এসে তাকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন। নায়কের সঙ্গে ছবি তুলতে হুমড়ি খয়ে পড়েছিলেন দর্শক। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

হলভর্তি দর্শকের ওই অনুষ্ঠানে নিজ গানের কোলাজের সঙ্গে নেচেছেন জায়েদ খান। মঞ্চে সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা। এ বিষয়ে জায়েদ বলেন, বেশির ভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করছিলেন। তাই ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না। স্টেজে দর্শকের জন্যও ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল। তাতে তিনজন দর্শক অংশগ্রহণ করেছেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন, সেই দর্শককে জায়েদের ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। নায়কের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন বিজয়ী দর্শক।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় আরও একটি পারফর্ম করবেন জায়েদ। আগামী ৫ মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এই নায়ক।

অন্যদিকে জায়েদের ফ্যানরাও ঈদে মুক্তি পাওয়া ‘সোনার চর’ সিনেমা দেখে নায়কের অভিনয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিভিন্ন সিনেমা হলে উপস্থিত থেকে সোনার চরের দর্শকের সঙ্গে সময় কাটিয়েছেন জায়েদ। সিনেমাটি দেখতে এসে জায়েদ ভক্তরা বলছেন, অভিনেতা হিসেবে জায়েদ খানের পুনর্জন্ম হয়েছে সোনার চর সিনেমার মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১০

বিপাকে স্বরা ভাস্কর

১১

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১২

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১৩

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৪

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৫

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৬

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৭

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৮

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৯

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০
X