কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এক পেজ থেকেই ছড়াচ্ছে যত গুজব

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি এমন ভুয়া ফটোকার্ডের প্রমাণ মিলেছে। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব ও বিনোদন জগতের তারকাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। দেখা গেছে, একটি নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে ভুয়া ফটোকার্ড প্রথম প্রচারিত হয় এবং পরে তা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের একটি ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসব ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হওয়ায় জনমনে বিভ্রান্তি ও ভুক্তভোগীরা সামাজিকভাবে বিব্রত হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, গত ৪ জুন, চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে লেখা ছিলো কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত হয়েছেন।

সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে, চ্যানেল আই এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। দেশের অন্যান্য কোনো গণমাধ্যমও এ ধরনের খবর প্রচার করেনি। চ্যানেল আইয়ের ফটোকার্ড নকল করে মমতাজ বেগমের নামে এই গুজব ছড়ানো হয়েছে।

পরে খোদ মমতাজ এটি ভুয়া জানিয়ে মন্তব্য করেন এবং এর ফলে তিনি বিব্রত হয়েছেন বলেও জানান।।

সংস্থাটি আরও জানায়, এই গুজবের নেপথ্যে আছে ‘Tanha’ (বর্তমানে Joni Sing) নামের একটি ফেসবুক পেজ। ওই পেজটি এর আগেও বিভিন্ন গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড বানিয়ে জনপ্রিয় ব্যক্তিদের নামে প্রচার করেছে।

গত ০১ জুন ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা ছাত্রলীগ নেত্রী’ শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ফটোকার্ডে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি তিলোত্তমা শিকদারের ছবি ব্যবহার করা হয়।

এ খবরের পরেই রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে জানায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি; গণমাধ্যমটির ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে এই গুজব ছড়ানো হয়। ওই একই দিনে Tanha (বর্তমানে Joni Sing)। নামের পেজটিতেও এ ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছিল।

এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে জড়িয়ে ২ জুন ছড়িয়ে পড়া একটি গুজবও একই পেজে প্রচার করা হয়। অনলাইন গণমাধ্যম জুম বাংলার একটি ফটোকার্ড সম্পাদনা করে ‘পরীমনির বাসা ভর্তি বিদেশি কনডম’ শিরোনামে এ গুজব ছড়ানো হয়।

অর্থাৎ, বিভিন্ন অঙ্গনের পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে এ পেজ থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

যেসব ব্যক্তি এ পেজের গুজবের শিকার হয়েছেন

গত ৩১মে থেকে গত ২০ জুন পর‌্যন্ত পেজটি থেকে অন্তত ১৭ টি গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দুবার করে গুজবের শিকার হয়েছেন চিত্র নায়িকা পরীমনি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের কোলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা শিকদার, নায়িকা মাহিয়া মাহি এবং সম্প্রতি ছাগলকাণ্ডে ভাইরাল মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে একবার করে গুজব ছড়ানো হয়েছে পেজটি থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

১২

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১৩

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান

১৫

নগরবাউল জেমসের উদ্দেশ্যে যে প্রশ্নটি করলেন আসিফ আকবর

১৬

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

১৭

জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের পর হাতুড়িপেটা

১৮

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

১৯

রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব বাড়ছে : বদিউল আলম

২০
X