শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এক পেজ থেকেই ছড়াচ্ছে যত গুজব

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি এমন ভুয়া ফটোকার্ডের প্রমাণ মিলেছে। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব ও বিনোদন জগতের তারকাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। দেখা গেছে, একটি নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে ভুয়া ফটোকার্ড প্রথম প্রচারিত হয় এবং পরে তা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের একটি ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসব ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হওয়ায় জনমনে বিভ্রান্তি ও ভুক্তভোগীরা সামাজিকভাবে বিব্রত হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, গত ৪ জুন, চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে লেখা ছিলো কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত হয়েছেন।

সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে, চ্যানেল আই এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। দেশের অন্যান্য কোনো গণমাধ্যমও এ ধরনের খবর প্রচার করেনি। চ্যানেল আইয়ের ফটোকার্ড নকল করে মমতাজ বেগমের নামে এই গুজব ছড়ানো হয়েছে।

পরে খোদ মমতাজ এটি ভুয়া জানিয়ে মন্তব্য করেন এবং এর ফলে তিনি বিব্রত হয়েছেন বলেও জানান।।

সংস্থাটি আরও জানায়, এই গুজবের নেপথ্যে আছে ‘Tanha’ (বর্তমানে Joni Sing) নামের একটি ফেসবুক পেজ। ওই পেজটি এর আগেও বিভিন্ন গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড বানিয়ে জনপ্রিয় ব্যক্তিদের নামে প্রচার করেছে।

গত ০১ জুন ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা ছাত্রলীগ নেত্রী’ শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ফটোকার্ডে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি তিলোত্তমা শিকদারের ছবি ব্যবহার করা হয়।

এ খবরের পরেই রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে জানায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি; গণমাধ্যমটির ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে এই গুজব ছড়ানো হয়। ওই একই দিনে Tanha (বর্তমানে Joni Sing)। নামের পেজটিতেও এ ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছিল।

এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে জড়িয়ে ২ জুন ছড়িয়ে পড়া একটি গুজবও একই পেজে প্রচার করা হয়। অনলাইন গণমাধ্যম জুম বাংলার একটি ফটোকার্ড সম্পাদনা করে ‘পরীমনির বাসা ভর্তি বিদেশি কনডম’ শিরোনামে এ গুজব ছড়ানো হয়।

অর্থাৎ, বিভিন্ন অঙ্গনের পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে এ পেজ থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

যেসব ব্যক্তি এ পেজের গুজবের শিকার হয়েছেন

গত ৩১মে থেকে গত ২০ জুন পর‌্যন্ত পেজটি থেকে অন্তত ১৭ টি গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দুবার করে গুজবের শিকার হয়েছেন চিত্র নায়িকা পরীমনি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের কোলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা শিকদার, নায়িকা মাহিয়া মাহি এবং সম্প্রতি ছাগলকাণ্ডে ভাইরাল মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে একবার করে গুজব ছড়ানো হয়েছে পেজটি থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১০

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১১

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১২

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৩

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৪

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৫

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৬

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৭

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৮

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৯

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

২০
X