বিশ্বকাপ ক্রিকেট চলাকালে সাকিব আল হাসানের পর এবার ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। জানা গেছে, সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ঢাকায় এসেছেন তিনি। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী এ ব্যাটার।
বুধবার (১ নভেম্বর) বিসিবির একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে দুই দিনের ছুটি নিয়েছেন লিটন। বুধবার সকালে ঢাকায় আসেন তিনি। তবে আগামী শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এ ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন লিটন। এবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী সোমবার ম্যাচ৷ তার আগেই লিটন যাবেন দিল্লিতে। সেখানে দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলন করবেন তিনি।
মন্তব্য করুন