সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে যুব এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আশিকুর রহমান শিবলির ফিফটিতে স্বাগতিক দেশের বিপক্ষে ২২৮ রানে গুটিয়ে যায় জুনিয়র টাইগাররা।
শনিবার (৯ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ওপেনার শিবলি।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭৪ যোগ করেন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। জিশান আলম ৫ চারে ৪২ রানে বিদায় নেন। আরেক ওপেনার শিবলি সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন শিবলি। ১০২ বলে ১ ছক্কা ৩ চারের সাহায্যে ইনিংসটি সাজান এই উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া আরিফুল ইসলামের ২২, ইকবাল হোসেন ইমনের ১৮ রানের ছোট ইনিংসে ৩ বল বাকি থাকতে ২২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান যোগ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আমিরাতের ধ্রুভ পরাশার ৪৪ রানের বিনিময়ে ৬ টি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন