

২০২৬ অনূর্ধ্ব–১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ এই দলটির নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম, আর তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। এশিয়া কাপে এই জুটির নেতৃত্বেই মাঠে নেমেছিল বাংলাদেশ।
সদ্যসমাপ্ত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাওয়াদ আবরার। চার ম্যাচে প্রায় একশ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ছিল ২২৪ রান, যা ছিল দলের সর্বোচ্চ। বল হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখান বাঁহাতি স্পিনার শাহরিয়ার আহমেদ—তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, সেই সুবাদে বিশ্বকাপ দলেও জায়গা নিশ্চিত করেছেন তিনি।
এশিয়া কাপের পারফরম্যান্সের ভিত্তিতেই স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও কয়েকজন। রিফাত বেগ চার ম্যাচে করেছেন ১১৭ রান, কালাম সিদ্দিকী অলিন যোগ করেছেন ১০৩ রান। পাশাপাশি দলে রয়েছেন সামিউন বশির রাতুল, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, সাদ ইসলাম ও আল ফাহাদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।
২০২৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি, আর বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১৭ জানুয়ারি। গ্রুপ পর্বে যুব টাইগারদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের উদ্দেশে বাংলাদেশ দল আগামী রোববার রাতে দেশ ছাড়বে। তার আগে শনিবার অনুষ্ঠিত হবে দলের অফিসিয়াল ফটোসেশন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা ও প্রস্তুতির সূচি নিশ্চিত করেছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
মন্তব্য করুন