স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কোচের প্রস্তাবে দুই বিদেশির ‘না’

ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শূন্য হচ্ছে ভারত জাতীয় ক্রিকেট দলের কোচের পদ। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। এ জন্য আগেভাগে নতুন কোচের আবেদন চেয়েছে বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এরই মধ্যে অবশ্য ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দুজন বিদেশিকে রোহিত-কোহিলদের কোচের দায়িত্ব নিতে প্রস্তাব দেওয়া হয়। যদিও দুজনই সে প্রস্তাব ফিরিয়ে দেন। কলকাতা ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে রিকি পন্টি ও অ্যান্ডি ফ্লাওয়ারকে ভারতীয় ক্রিকেট দলের কোচের প্রস্তাব দেওয়া হয়। তবে দুজনই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন রিকি পন্টিং। চলমান আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় তার দল। রোহিত-বুমরাদের কোচ হলে, ছেড়ে দিতে হবে দিল্লির দায়িত্ব।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এ অধিনায়ক পন্টিং বলেন, ‘জাতীয় দলের কোচ হতে আমার ভালই লাগবে। কিন্তু আমি বাড়িতেও সময় কাটাতে চাই। ভারতীয় দলের কোচ হলে সেই সময়টা পাব না। তা ছাড়া আইপিএল দলের কোচিংও করাতে পারব না। ভারতের কোচ হতে গেলে এই সব কিছু ছেড়ে দিতে হবে আমাকে। জাতীয় দলে থাকতে গেলে ১০-১১ মাস সময় দিতে হয়। আমার এখন যা জীবনযাপন তার সঙ্গে এই সময়টা দেওয়া কঠিন। আমি নিজের মতো সময় কাটাতে চাই।’

এ সময় সাবেক অজি ব্যাটার বলেন, ‘আমার পরিবার এবং সন্তানেরা গত পাঁচ সপ্তাহ ধরে আমার সঙ্গে রয়েছে। ওরা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলেছিলাম যে, ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ এসেছে আমার কাছে। তাতে ও বলল, নিয়ে নাও দায়িত্ব। আমরা কয়েক বছরের জন্য ভারতে থেকে যাব। ওরা ভারতকে এতটাই ভালবাসে। এখানকার ক্রিকেট সংস্কৃতি ওদের খুব পছন্দের। কিন্তু আমার পক্ষে এখন এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’

চলমান আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। তাকে কোচ করার প্রস্তাব করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে ইংল্যান্ডের সাবেক এই কোচ সেই প্রস্তাবে রাজি হননি বলেও জানান।

তিনি বলেন, ‘আমি আবেদন করিনি। করবও না। আইপিএলের মতো বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কোচ হিসাবেই ঠিক আছি আমি।’

বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের কোচের পদে আবেদনের শেষ তারিখ ২৭ মে। এরপর বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি বেছে নেবে রোহিত-কোহিলদের নতুন কোচ। যদিও এখন পর্যন্ত কে কে আবেদন করেছেন তা জানা যায়নি বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১১

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১২

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৩

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৪

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৫

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৭

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৮

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৯

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

২০
X