স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে কি ভেসে যাবে টাইগারদের স্বপ্ন?

কিংসটাউনের এই মাঠে হবে টাইগার-ডাচদের লড়াই। ছবি : সংগৃহীত
কিংসটাউনের এই মাঠে হবে টাইগার-ডাচদের লড়াই। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলকে হাত বাড়িয়ে ডাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট! শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রবল করে সেই সম্ভাবনা। খুব কাছে গিয়ে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। তা না হলে অনেকটা নিশ্চিত হয়ে যেত পরের রাউন্ড।

এখনো রয়েছে সুযোগ। এ জন্য হারাতে হবে নেদারল্যান্ডসকে। বৃহস্পতিবার (১৩ জুন) কিংসটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচের জয়ে প্রসারিত হবে শান্ত-তাসকিনদের সুপার এইটে খেলার পথ। তবে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এক, শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ মতো বৃষ্টিতে পণ্ড হবে না তো? দুই, কেমন হবে দশ বছর পর কিংসটাউনের সমুদ্রের পাড়ঘেঁষা স্টেডিয়াম আর্ন্স ভেইল গ্রাউন্ডের উইকেটের আচরণ?

বাংলাদেশ-নেদারল্যান্ডস দুই দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ সুপার এইটে খেলার সুযোগ রয়েছে দুদলেরই। গ্রুপ-ডি থেকে এরই মধ্যে সেরা আটে জায়গা করেছে দক্ষিণ আফ্রিকা। একটি স্পটের জন্য লড়াইয়ে রয়েছে গ্রুপের বাকি চার দল। যদিও এ ম্যাচের ফলাফল হলে, শেষ হয়ে যাবে লঙ্কানদের ক্ষীণ সম্ভাবনা।

স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে। তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হেরে যায় তারা। একইভাবে, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে মাত্র ৪ রানে। পরের রাউন্ডে খেলতে দুদলের জয় প্রয়োজন। তাই এ ম্যাচের দিনের আবহাওয়া পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

যেমন থাকবে আর্ন্স ভেইল গ্রাউন্ডের আবহাওয়া

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, খুশি হওয়ার কথা দুদলের সমর্থকদের। মেঘ সুর্যের লড়াইয়ে এদিন মাঠে আশপাশে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। পাশে সমুদ্র থাকায় ঠান্ডা হাওয়া বইবে মাঠে, যা ক্রিকেটের জন্য সবচেয়ে মানানসই আবহাওয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দর্শকদের নিরবচ্ছিন্ন ম্যাচ উপহার দিতে পারবেন ক্রিকেটাররা। মাঠে বাতাসের গতি বেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩৩ কিলোমিটার। আর আকাশে মেঘের পুরুত্ব বা আচ্ছাদন থাকবে ৫২ শতাংশ। ফলে বাতাসের সঙ্গে রোদ-মেঘের খেলা চলবে ম্যাচের সময়টুকুতে।

কেমন হবে উইকেটের আচরণ

আর্ন্স ভেইল গ্রাউন্ডে প্রায় ১০ বছর ধরে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচও আয়োজন করা হয় না এখানে। কাজেই বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের উইকেটের কন্ডিশন কেমন থাকবে, কেমন আচরণ করবে তা বলা মুশকিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১০

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১১

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

১৩

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

১৪

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

১৫

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

১৬

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১৮

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১৯

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

২০
X