স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

একাদশে শরীফুল ফিরলে বাদ পড়বেন কে?

পেস বোলিং কোচের সঙ্গে শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
পেস বোলিং কোচের সঙ্গে শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে দশ বছর পর ক্রিকেট ফিরছে কিংসটাউনে। ২০১৪ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল সমুদ্রের পাড়ঘেঁষা স্টেডিয়াম আর্ন্স ভেইল গ্রাউন্ডে।

এ ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে মধুর এক সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান শরীফুল ইসলাম। হাতে ছয়টি সেলাই পড়ে তার।

শুরুতে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় শ্রীলঙ্কা বিপক্ষে খেলতে না পারলেও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। তবে প্রোটিয়াদের বিপক্ষেও ফেরা হয়নি তার। গুঞ্জন রয়েছে ডাচদের বিপক্ষে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। যদি তিনি সত্যি ফেরেন তাহলে বাদ পড়বে কে? শরীফুলের পরিবর্তে পাওয়া সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তানজিম হাসান সাকিব। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা বোলিং। ১৮ রানে নেন ৩ উইকেট।

এছাড়া ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদও রয়েছেন দারুণ ছন্দে। আর মোস্তাফিজুর রহমান যেন আইপিএলের ফর্মটাই ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তানজিমের আক্রমণাত্মক মানসিকতা বেশি পছন্দ টিম ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ে সিরিজে তার চেয়ে বেশি উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে নেওয়া হয় তাকে।

সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন ডানহাতি এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ম্যাচে শিকার করেছেন চার উইকেট।

তানজিমের এমন দুর্দান্ত পারফরম্যান্স পেসারদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়েছে বাংলাদেশ দলে। ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিনের ছন্দে ফেরা নিয়ে শঙ্কা ছিল। তবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বোলিং দুর্দান্ত ছিল।

আর মোস্তাফিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট শূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট। কাজেই পেস আক্রমণ নিয়ে মধুর এক বিড়ম্বনায় পড়তে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনও রয়েছেন দারুন ছন্দে। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নেমে শ্রীলংকার বিপক্ষে হন ম্যাচ সেরা। কাজেই এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলে অটো চয়েজ।

দারুন ছন্দে থাকার পরও চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেনি শরীফুল ইসলাম। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে ফেরার কথা তার। এখন প্রশ্ন হচ্ছে তিনি ফিরলে কাকে রেখে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট?

ডাচদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজ রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

থালা-বাসন ধোয়ার সময় এড়িয়ে চলুন এই ৫ ভুল

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী একঝাঁক ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা

বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

১০

এবার বিএনপি থেকে বহিষ্কার সাবেক প্রতিমন্ত্রী

১১

নির্বাচনী প্রচারণায় যা যা করতে পারবেন প্রার্থীরা

১২

ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

১৩

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল

১৪

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৫

কেউ মিথ্যা বলছে কিনা বুঝবেন যেভাবে

১৬

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৭

রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৮

জমি নিয়ে বিরোধে ৩ বছরের শিশুকে হত্যা

১৯

পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার

২০
X