স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৮:৪০ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ
অ্যাশেজ

বৃষ্টিবিঘ্নিত দিনে লাবুশেনের সেঞ্চুরি

ইংলিশদের জয়ের সামনে সবচেয়ে বড় বাঁধা বৃষ্টি। ছবি : সংগৃহীত
ইংলিশদের জয়ের সামনে সবচেয়ে বড় বাঁধা বৃষ্টি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোডে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন পুরোটা জুড়েই ছিল বৃষ্টির হানা। বৃষ্টির বাধায় পুরো দিনে খেলা হয়েছে মাত্র এক সেশন । বৃষ্টিবিঘ্নিত দিনের শেষে অস্ট্রেলিয়া মার্নাস লাবুশেনের শতকে ভর করে ৫ উইকেটে ২১৪ রান সংগ্রহ করেছে। ইংলিশদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের এখনো দরকার ৬১ রান।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় স্কোরের কারণে অ্যাশেজের চতুর্থ টেস্টটা বাঁচাতে অস্ট্রেলিয়ার তাকিয়ে থাকতে হচ্ছে বৃষ্টির দিকে। ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দুই দিনেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মেনে বৃষ্টি হয়েছেও। যে কারণে প্রথম সেশনে খেলাই হয়নি। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর শুরু হয়েছে দিনের খেলা।

দ্বিতীয় সেশনে যদিও আর বৃষ্টি হয়নি। ৪ উইকেটে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া চা বিরতিতে যাওয়ার আগে করতে পেরেছে ৫ উইকেটে ২১৪ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৬১ রান সফরকারীরা। এদিন চা বিরতির সময়ই বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়ায়নি। পঞ্চম দিনেও হার এড়াতে বৃষ্টির জন্যই নির্ঘাত প্রার্থনা করছে অজিরা।

এদিকে ৪৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামা লাবুশেন ফিফটিতে পা রাখেন ৯৯ বলে। নিজের স্বভাববিরুদ্ধ ধৈর্যশীল ব্যাটিংয়ে লাবুশেনকে সঙ্গ দেন মার্শ। তাদের ব্যাটে প্রথম ঘণ্টার কঠিন চ্যালেঞ্জ পার হয় অস্ট্রেলিয়া।

আলোর স্বল্পতার কারণে ইংলিশ স্পিনাররা আক্রমণে আসতেই আগ্রাসী হয়ে ওঠেন লাবুশেন। অনিয়মিত স্পিনার জো রুটের প্রথম ওভারেই লং-অন দিয়ে মারেন ছয়। তার পরের ওভারে টানা ছক্কা ও চার মেরে সেঞ্চুরির কাছে পৌঁছে যান লাবুশেন।

পরের ওভারে আরেক স্পিনার মঈন আলীর বলে দুটি সিঙ্গেল নিয়ে ১৬১ বলে তিন অঙ্কে পা রাখেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে ২২ ইনিংস পর একাদশ শতকের স্বাদ পেলেন তিনি। আগেরটি ছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি লাবুশেন। রুটের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

লাবুশেনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়া মিচেল মার্শ ক্রিজে আছেন ৩১ রানে। উইকেটে তার সঙ্গী ক্যামেরন গ্রিন। জয়ের পাল্লা এখনও ইংলিশদের দিকেই ভারী। তবে শেষ দিনে হতে পারে যেকোনো ফল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে আগামী দিনও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X