বেরসিক বৃষ্টি ভারতকে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করতে দেয়নি। গ্রুপ পর্বের ৪ ম্যাচের ৩টিতে জয় পেলেও বৃষ্টিতে ভেসে যায় অন্যটি। এরপরও গ্রুপ সেরা হয়ে জায়গা করে নেয় সুপার এইটে।
বৃহস্পতিবার (২০ জুন) সেরা আটের লড়াইয়ে রোহিতদের প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তবে সেটা বোলিংয়ের স্পিন বিভাগে।
সীমিত ওভারের ক্রিকেটে আফগানদের ছোট করে দেখার সুযোগ নেই। শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গে একাদশে রয়েছে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার। যা প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ।
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সুপার এইটে জায়গা করে নিয়েছে আফগানরা। তাই তো রশিদ খানের দলের মুখোমুখি হওয়ার আগে সতর্ক রোহিত-কোহলিরা।
যদিও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানদের রেকর্ড ভালো নয়। রশিদ-নবীদের বিপক্ষে একতরফা আধিপত্য টিম ইন্ডিয়ার।
আফগানিস্তান, ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১ টেস্ট, ৪ ওয়ান ডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছে। এতে একটি ওয়ান ডে টাই করা ছাড়া ভারতের বিপক্ষে আর কখনও সাফল্য নেই আফগানিস্তানের।
৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে জয় পেয়েছে ভারত। বৃষ্টিতে পরিত্যক্ত হয় অন্যটি। এর আগে বিশ্বকাপে ৩বার মুখোমুখি হয়েছে দুদল। এতে শতভাগ জয়ের রেকর্ড টিম ইন্ডিয়ার।
এবার সুপার এইটে মুখোমুখি হচ্ছে দুদল। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ আমেরিকায় খেলেছে ভারত। বিশ্বকাপে প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জের খেলতে নামবে রোহিত শর্মার দল। এখানকার উইকেট বিবেচনায় একাদশে পরিবর্তনের কথা ভাবছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
বোলিং বিভাগে স্পিন শক্তি বাড়াতে চাইছেন তিনি। দ্রাবিড় বলেছেন, 'একাদশ থেকে কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে পেস বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে ভিন্ন কিছু দরকার। একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড ক্রিকেটার বেশি। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার রয়েছে। আমরা ভাগ্যবান।'
আফগানদের বিপক্ষে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি, 'ক্যারিবীয় পরিস্থিতিই সম্পুর্ণ আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।'
মন্তব্য করুন