স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৪:২৪ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে জার্মানি

ম্যাচের দ্বিতীয় গোলের মুহূর্ত। ছবি : সংগৃহীত
ম্যাচের দ্বিতীয় গোলের মুহূর্ত। ছবি : সংগৃহীত

শুরু হয়ে গিয়েছে ইউরোর নকআউট পর্ব। প্রথম ম্যাচেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। তবে ইতালির ভাগ্য বরণ করতে হয়নি জার্মানিকে। স্বাগতিকরা হেসে খেলেই হারিয়েছে ডেনমার্ককে। আর ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

বাংলাদেশ সময় রোববার (৩০ জুন) রাত একটায় ইউরোতে জার্মানি বরুসিয়া ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়নে ডেনমার্ককে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করে। বৃষ্টিস্নাত ম্যাচে জার্মানির পক্ষে গোল করেন জামাল মুসিয়ালা এবং কাই হাভার্টজ।

ম্যাচের শুরু থেকেই প্রতিকূল আবহাওয়া দেখা যায় যার দরুণ প্রথমার্ধে ২০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। বজ্রপাত এবং ভারী বৃষ্টিতে মাঠ ভিজে যায়। তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও খেলা চলতে থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রেফারি সিদ্ধান্ত ম্যাচের রঙ বদল করে দেয়।

ম্যাচের শুরুতেই নিকো শ্লটরবেকের একটি হেডার গোলের আগের অবরোধের কারণে ভিএআর দ্বারা বাতিল হয়। পরে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেনের একটি গোল বাতিল হয় কারণ থমাস ডিলেনি সামান্য অফসাইড ছিলেন। এর পরপরই ভিএআর জার্মানিকে একটি পেনাল্টি দেয় অ্যান্ডারসেনের হাতে বল লাগার জন্য, যা হাভার্টজ স্মাইকেলকে পরাস্ত করে গোল করে জার্মানিকে লিড এনে দেন।

হাভার্টজ একটি দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। তবে তিনি মিস করেন যখন তার শট স্মাইকেলকে পাশ কাটিয়ে বাইরে চলে যায়। তবে, মুসিয়ালা লেফট উইং থেকে বল নিয়ে জার্মানির জন্য দ্বিতীয় এবং নির্ধারক গোলটি করেন।

জার্মানির এই পারফরম্যান্স তাদের আক্রমণাত্মক দক্ষতার প্রমাণ দেয়, যেখানে হাভার্টজ এবং ফ্লোরিয়ান উইর্টজও স্কোর বাড়ানোর কাছাকাছি এসেছিলেন। এই জয়ে জার্মানি ইউরো ২০২৪-এ সর্বাধিক গোলকারী দল হয়ে উঠেছে, মোট ১০ গোল করেছে তারা।

জয়ের পরও জার্মানির রক্ষণভাগে কিছু উদ্বেগজনক মুহূর্ত ছিল, বিশেষ করে যখন ডেনমার্কের রসমুস হোয়লুন্ড প্রথমার্ধে একটি সুযোগ মিস করেন। তবুও, মুসিয়ালা, উইর্টজ এবং হাভার্টজের শক্তিশালী আক্রমণাত্মক ত্রয়ীটি ম্যাচের নির্ণায়ক হয়ে ওঠে।

জার্মানি এখন কোয়ার্টার-ফাইনালে ৫ জুলাই স্পেন বনাম জর্জিয়া ম্যাচের বিজয়ীর সাথে মুখোমুখি হবে। দলের এই পারফরম্যান্সে হোম ফ্যানরা উদ্দীপ্ত, এবং তারা আশা করছে তাদের দল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ট্রফির পথে তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল

পাকিস্তানের কাছে খেলার মাঠে হার মানলো ভারত!

সম্মেলনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

কক্সবাজারে যুবলীগ নেতা বাহাদুর গ্রেপ্তার

বড় মিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ

তারেক রহমানের ফিরতে বাধা নেই এটি সরকারের মুখে শুনতে চাই : গয়েশ্বর 

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলার দাবি

শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ রূপে গড়ে তোলার বিকল্প নেই’

শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, জানাল সরকার

১০

উত্তেজনার মধ্যে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১১

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১২

নিরাপত্তার চাদরে ঢাকা তারুণ্যের সমাবেশস্থল

১৩

তীব্র গরমেও জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড

১৪

কোহলি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবে, আশাবাদী বিসিসিআই

১৫

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’

১৬

লঞ্চ ঘাটে তরুণীদের মারধর, সেই যুবক আটক

১৭

মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

১৮

ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে সহায়তা করছে হাফেজ্জী চ্যারিটেবল

১৯

তীব্র গরমে নগরবাসীকে ডিএনসিসি প্রশাসকের সতর্কতামূলক বার্তা

২০
X