প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে নাটকীয় এবং বিশৃঙ্খল এক অলিম্পিক ওপেনারে আর্জেন্টিনাকে মরক্কোর কাছে ২-১ গোলে পরাজয় মেনে নিতে হয়। আলবিসেলেস্তেরাদের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো অবশ্য বিতর্কে ভরা এই ম্যাচে তার দলের খেলোয়াড়দের ওপর পিচ আক্রমণে রীতিমতো হতবাক হন। তিনি ম্যাচে রেফারিদের ম্যাচ পরিচালনার সমালোচনা করেন এবং পুরো ব্যাপারটিকে একটি সার্কাসের সঙ্গে তুলনা করেন।
ফ্রান্সের জিওফ্রয় গুইচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি একটি বিতর্কিত সমাপ্তি দেখে যখন আর্জেন্টিনার ক্রিস্টিয়ান মেদিনা দেরিতে একটি সমতাসূচক গোল করেন। তবে, ভিএআর পর্যালোচনার পর গোলটি অফসাইডের জন্য বাতিল করা হয়, যার মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ভক্তদের বিশৃঙ্খলা সৃষ্টির কারণে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।
মাসচেরানো ইভেন্টের আয়োজকদের কাছ থেকে বিলম্বের সময় যোগাযোগের অভাবের সমালোচনা করে বলেন, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা ড্রেসিং রুমে স্পষ্ট তথ্য ছাড়াই কাটিয়েছি। উভয় দলই খেলার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চিত ছিল এবং ভক্তরা আমাদের ওপর বস্তু নিক্ষেপ করছিল। এটি আমার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস।’
তবে হতাশা সত্ত্বেও, মাসচেরানো তার দলকে এগিয়ে যেতে এবং ইরাক ও ইউক্রেনের বিপক্ষে তাদের বাকি গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলোর ওপর মনোযোগ দিতে উৎসাহিত করেন। তিনি যোগ করেন, ‘অভিযোগ করে কোনো লাভ নেই। আমরা এই ধরনের ব্যাঘাত পছন্দ করি না, কিন্তু আমাদের পাতা উল্টাতে হবে এবং পরবর্তী ধাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় দুটি জয়ের লক্ষ্য রাখতে হবে।’
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি শনিবার (২৭ জুলাই) লিয়নে ইরাকের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন