স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুব সাফে নেপালের কাছে পরাস্ত বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

নেপালে চলমান যুব সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই তার অবসান ঘটে স্বাগতিক নেপালের কাছে হেরে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের ছোট ভুলই হয়ে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য বড় হতাশার কারণ।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। যদিও পরাজয় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে বাঁধা হয়ে দাঁড়াতে পারে নি। মারুফুল হকের শিষ্যরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রতিপক্ষ নেপালও অবশ্য আগের ম্যাচে জয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। যার ফলে বৃহস্পতিবারের (২২ আগস্ট) ম্যাচটি হয়ে দাঁড়ায় গ্রুপ সেরা হওয়ার লড়াই। তবে স্বাগতিকদের কাছে দুই মিনিটের ব্যবধানে হজম করা দুই গোল বাংলাদেশের সেই স্বপ্নকে ফিঁকে করে দিয়েছে।

ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ একটি কর্নার থেকে গোল আদায়ের চেষ্টা করে তবে নেপালের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার পর গোলরক্ষক শ্রাবণ মাঝমাঠের কাছাকাছি গিয়ে বলটি ধরার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই মুহূর্তে তিনি ভুল করে বসেন। নেপালের সমির টামাং বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এর ঠিক দুই মিনিট পর, ১৮ মিনিটে, নিরাজন ধামির ক্রস থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে নেপাল তাদের লিড দ্বিগুণ করে নেয়।

বাংলাদেশ অবশ্য চেষ্টা করে যায় ম্যাচে ফেরার জন্য। বিরতির আগেই পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় মারুফুলের দল। মিরাজুল ইসলাম নেপালের দুই ডিফেন্ডারের ফাউলের শিকার হলে বাংলাদেশ পেনাল্টি পায় এবং মিরাজুল স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি। নেপালও তাদের লিড বাড়াতে ব্যর্থ হয়, ফলে ম্যাচটি শেষ হয় ২-১ গোলে নেপালের জয় দিয়ে।

এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত। যদিও ‘বি’ গ্রুপে কে গ্রুপ সেরা হবে, তা এখনো নিশ্চিত হয়নি। ভারতের একটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট রয়েছে, ভুটানও দুটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১০

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১২

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৩

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৬

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৭

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৮

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৯

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

২০
X