শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তিম মুহূর্তে তৃষ্ণার গোলে নাটকীয় জয় বাংলাদেশের!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার জাতি সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ উপহার দিল এক নাটকীয় জয়। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ২-২। কিন্তু ইনজুরি সময়েরও শেষ মুহূর্তে তৃষ্ণার গোল বাংলাদেশকে এনে দেয় পুর্ণ তিন পয়েন্ট। উমহেলার পা থেকে আসা এক চমৎকার কাউন্টার অ্যাটাকিং পাসে নেপালের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল পিটার বাটলারের দল। ১৪ মিনিটে সাগরিকার মাঝমাঠ থেকে বাড়ানো পাসে মুনকি নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে শট নেন। বল যখন গোললাইনের ঠিক সামনে ঠেকে যায়, তখন তা ফিরিয়ে আনেন গঙ্গা রোকায়া। কিন্তু ছিটকে আসা সেই বল এবার ঠাঁই পায় জালে, শিখার শটে।

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শান্তি মার্ডির ক্রস থেকে শিখার শট প্রথমে প্রতিহত হলেও, রিবাউন্ডে ঠাণ্ডা মাথায় গোল করেন সাগরিকা। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে বাংলাদেশের নেতৃত্বে।

৫৪ মিনিটে হঠাৎ বদলে যায় ম্যাচের গতি। সাগরিকা ও নেপালের এক ডিফেন্ডারের মধ্যে ধাক্কাধাক্কি গড়ায় হাতাহাতিতে। রেফারি দ্ব্যর্থহীনভাবে দুইজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ান। আক্রমণভাগের অন্যতম প্রধান ফুটবলারকে হারিয়ে বাঘিনীরা তখন নিঃস্ব।

এই সুযোগে ম্যাচে ফেরে নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টি পায় তারা এবং তা থেকেই গোল করে ব্যবধান কমায়। এরপর ৮৬ মিনিটে এক টানা আক্রমণে সমতা আনে নেপাল। ২-২ স্কোরলাইন দেখে মনে হচ্ছিল ভাগ্য বোধহয় পেন্ডুলামের মতোই ঝুলছে।

ইনজুরি সময়ের সপ্তম মিনিটে, যখন সবাই ড্র ধরে নিতে শুরু করেছে, তখন উমহেলার গোছানো কাউন্টার অ্যাটাকিং পাস ধরে তৃষ্ণা রাণী নেপালের রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে অসাধারণ এক ফিনিশিংয়ে গোল করেন। নেপালের ডিফেন্ডার এবং গোলরক্ষক যেন নড়ার আগেই বল ঢুকে পড়ে জালে!

মাঠে তখন উল্লাস, কান্না, হাহাকার—সব একসাথে। গ্যালারির হাজার খানেক দর্শক তখন দাঁড়িয়ে, হাততালি আর স্লোগানে ফুটিয়ে তোলেন সেই মুহূর্তের আবেগ।

এই টুর্নামেন্টে নেপাল ও বাংলাদেশই শিরোপার প্রধান দাবিদার। তাই এই ম্যাচের জয় মানেই বড় এক ধাপ এগিয়ে যাওয়া। বিশেষ করে যখন বাংলাদেশের এই অনূর্ধ্ব-২০ দলে সিনিয়র দলের একাধিক খেলোয়াড় রয়েছেন, তখন তাদের বিপক্ষে নেপালের প্রতিরোধ যথেষ্ট কঠিন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১০

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১১

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১২

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৩

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৪

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৫

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৬

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৭

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৮

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৯

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

২০
X