স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইনের কাঁধে যুক্তরাষ্ট্রের দায়িত্ব

মাওরিসিও পচেত্তিনো। ছবি: সংগৃহীত
মাওরিসিও পচেত্তিনো। ছবি: সংগৃহীত

২০২৬ সালে কানাডা-মেক্সিকোকে সঙ্গে নিয়ে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে বিশ্ব আসরে নিজেদের ছাপ রাখতে আর্জেন্টিনার তারকা কোচকে বেছে নিয়েছে মার্কিনিরা। আর ১৫ বছরের কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেন মাওরিসিও পচেত্তিনো।

গত জুলাইয়ে কোপা আমেরিকার পর বরখাস্ত করা হয় গ্রেগ বারহল্টারকে। এরপর থেকে খুঁজছিল যুক্তরাষ্ট্র সকার। মাঝে শোনা যাচ্ছিল লিভারপুরের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের। তবে জার্মান এ কোচ রাজি না হওয়ায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পচেত্তিনোর নাম ঘোষণা করে ইউএস সকার।

এ আর্জেন্টাইন কোচের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র সকার। সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে তার কোচিংয়ে বিশ্বকাপ খেলবে মার্কিনিরা। ক্লাব ফুটবলে স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে পচেত্তিনোর।

দারুণ কিছু অর্জনের তাগিদ থেকে এ দায়িত্ব গ্রহণ করে জানান ৫২ বছর বয়সী সাবেক এ আর্জেন্টাইন, ‘যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেওয়ার সিদ্ধান্তটি আমার জন্য স্রেফ ফুটবলের ব্যাপার নয়, এই দল ও দেশ যে পথচলায় আছে, সে ভ্রমণের সঙ্গী হতে চেয়েছি। সত্যিকার অর্থেই ঐতিহাসিক কিছু অর্জন করার যে প্রাণশক্তি, আবেগ ও তাড়না, সেটিই আমাকে অনুপ্রাণিত করেছে এ দায়িত্ব নিতে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ফুটবলারদের মতোই প্রবল অনুরাগী সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্র জাতীয় দলকে কোচিং করানোর সুযোগটা ছাড়তে চাইনি। প্রতিভা ও সম্ভাবনায় পরিপূর্ণ একটি দল দেখতে পাচ্ছি আমি এবং একসঙ্গে আমরা বিশেষ কিছু গড়ে তুলতে চাই, যা নিয়ে গোটা জাতি গর্ব করতে পারে।’

২০০৯ সালে স্প্যানিশ ক্লাব এস্পানিওল দিয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। ২০১৩ সালে দায়িত্ব নেন ইংলিশ ক্লাব সাউদাম্পটনের। পরের বছর তাকে দায়িত্ব দেওয়া হয় টটেনহ্যাম হটস্পারের। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় টটেনহ্যাম। আর ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে স্পার্সরা। ২০২১ সালের জানুয়ারিতে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পান। গত বছরের মে মাসে তিনি দায়িত্ব নেন চেলসির। তবে পারস্পরিক সমঝোতায় ছেড়ে দেন সে দায়িত্ব।

আপাতত জাতীয় দলের দায়িত্ব সামলাবেন তিনি। তার সঙ্গে চুক্তির বিষয়ে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র সকার। তবে মার্কিন গণমাধ্যম দ্য অ্যাথলেটিক তাদের এক প্রতিবেদনে বলেছে, মেয়াদ শেষ হওয়ার আগে ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন না তিনি।

জাতীয় দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা করার দিনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে যুক্তরাষ্ট্র। ফলে টানা চার ম্যাচে জয়হীন মার্কিনিরা। আগামী ১২ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পানামা। এরপর তিন দিন পর তাদের প্রতিপক্ষ মেক্সিকো। এ দুই ম্যাচ দিয়ে শুরু হবে মার্কিন মুল্লুকে পচেত্তিনোর পথ চলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

১০

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

১১

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

১২

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

১৩

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

১৪

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

১৫

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

১৬

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

১৭

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

১৮

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

১৯

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

২০
X