স্পোটস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশ ফুটবলের ওপর কেন চটলো উয়েফা?

ইংল্যান্ড ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ফুটবল দল। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম বড় পরাশক্তি হিসেবে ধরা হয় ইংল্যান্ড দলকে। ফুটবল ইতিহাসে বেশ কিছু বিখ্যাত ম্যাচ উপহার দিয়েছে দলটি। ইউরোপের এই দেশটি সর্বশেষ দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই খেলেছে ফাইনাল। তবে এবার থ্রি-লায়ন্সদের ইউরোতে খেলতে না-ও দেওয়া হতে পারে। এমন হুমকিই দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

সম্প্রতি ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক কমিশন গঠনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উয়েফা, যা বাস্তবায়িত হলে দেশটি ২০২৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়তে পারে। উয়েফা সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব লিসা ন্যান্ডিকে দেওয়া এক চিঠিতে এ আশঙ্কা প্রকাশ করেছেন।

উয়েফা বলেছে, ফুটবলের নিয়মিত পরিচালনা জাতীয় ফেডারেশনের মাধ্যমে হওয়া উচিত এবং সরকার হস্তক্ষেপ করলে দেশটিকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ড সরকার গত জুলাই মাসে ফুটবল নিয়ন্ত্রণকারী একটি স্বাধীন সংস্থা গঠনের বিল পুনঃপ্রবর্তন করে। সরকারের দাবি, এটি ক্লাবগুলোকে আর্থিকভাবে সুরক্ষা দেবে এবং ফুটবলের দীর্ঘমেয়াদি টেকসইয়তা নিশ্চিত করবে। তবে, উয়েফার দৃষ্টিতে এটি ফুটবলে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নীতির পরিপন্থি।

চিঠিতে থিওডোরিডিস বলেন, ‘ফুটবলের স্বাধীনতা এবং প্রতিযোগিতার সুষ্ঠুতা রক্ষায় উয়েফার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে ইংল্যান্ডের ফেডারেশন এবং ক্লাবগুলোকে উয়েফার প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতে পারে।’

এছাড়াও, নতুন নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা নিয়ে উয়েফা উদ্বিগ্ন, বিশেষত এটি ক্লাবগুলোর আর্থিক নিরাপত্তার বাইরে কাজ করার চেষ্টা করলে ফুটবলের বিদ্যমান কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের মতে, এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ফুটবলের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে এবং ইংল্যান্ডের ইউরো ২০২৮ থেকে বাদ পড়ার কোনো বাস্তব ঝুঁকি নেই।

ফুটবল সংস্কার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফেয়ার গেমের প্রধান নির্বাহী নাইল কুপার একে ‘ভীতি প্রদর্শনের গল্প’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেন, ফুটবলের আর্থিক অবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য এ ধরনের সংস্কারের দরকার আছে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লীগ সরকারকে সমর্থন জানালেও নিয়ন্ত্রণ যথাযথ এবং কার্যকর হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১০

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১১

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১২

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৩

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

১৪

আবারও ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি

১৫

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

১৬

টুর্নামেন্টে নিম্নমানের পুরস্কার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

১৭

শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

১৮

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

১৯

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

২০
X