স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

ইনজুরিতে ছিটকে গেছেন ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার আলিসন। ছবি : সংগৃহীত
ইনজুরিতে ছিটকে গেছেন ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার আলিসন। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল দল। দলের প্রথম পছন্দের গোলকিপার আলিসন বেকার ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় আসন্ন হাইভোল্টেজ লড়াইয়ে তাকে পাচ্ছে না ব্রাজিল।

আলিসনের অনুপস্থিতিতে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়তে পারে পালমেইরাসের অভিজ্ঞ গোলকিপার ওয়েভেরতনের কাঁধে। জাতীয় দলের সঙ্গে অনেকদিন ধরে থাকলেও, আলিসন ও এডারসনের ছায়ায় থেকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

বর্তমানে ব্রাজিল স্কোয়াডে গোলকিপার হিসেবে আরও আছেন আল নাসরের বেন্তো ও লিঁওর লুকাস পেরিও। তবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় ওয়েভেরতনকেই আর্জেন্টিনার বিপক্ষে মূল একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

শুধু আলিসনই নয়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আরও তিনটি পরিবর্তন করতে হয়েছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।

  • কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল মাগাহায়েস ও ব্রুনো গিমারেস।
  • তাদের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন পিএসজির ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার হোয়াও গোমেজ।
  • এছাড়া কলম্বিয়া ম্যাচে চোট পাওয়ায় মিডফিল্ডার গারসনও ছিটকে গেছেন, তার জায়গায় দলে ঢুকেছেন আতালান্তার এডারসন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এডারসন না থাকায় গোলবারের নিচে ছিলেন আলিসন, কিন্তু ৭৮তম মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন আল নাসরের বেন্তো। কিন্তু আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞ গোলকিপারের গুরুত্ব অনেক বেশি, আর সে কারণেই ওয়েভেরতনকে এগিয়ে রাখা হচ্ছে।

ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর আলিসন ফিরছেন লিভারপুলে। সেখানে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে। তবে লিভারপুলের হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

শীত বাড়বে রোববার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১০

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৪

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৫

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৬

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

১৮

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

১৯

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০
X