স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখে যা বললেন ক্যাসেমিরো

রিয়ালে থাকা অবস্থায় আনচেলত্তি ও ক্যাসেমিরো। ছবি : সংগৃহীত
রিয়ালে থাকা অবস্থায় আনচেলত্তি ও ক্যাসেমিরো। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সফল কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। তার মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঠিক এমন একজন ‘বড় নামের’ কোচই দরকার ছিল, যিনি অভিজ্ঞ, ক্যারিশম্যাটিক এবং খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করতে জানেন।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলেন, ‘তিতে চলে যাওয়ার পর এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। ব্রাজিলের দরকার ছিল এমন একজন পেশাদার, যার রয়েছে সম্মান আদায়ের ক্ষমতা, বড় নাম এবং গভীর ফুটবল জ্ঞান।’

রিয়াল মাদ্রিদের হয়ে আনচেলত্তির অধীনে তিন মৌসুম কাটিয়েছেন ক্যাসেমিরো। এই সময়ের মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। তাই নিজের পুরোনো গুরুকে জাতীয় দলের ডাগআউটে দেখতে পেয়ে দারুণ খুশি ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

‘এই মানুষটা অসাধারণ। যেভাবে ফুটবল বোঝেন, যেভাবে ব্যাখ্যা করেন— সেটা অনন্য। জয়-পরাজয়ের বাইরেও যখন উনি ফুটবল নিয়ে কথা বলেন, তখন সেটা শ্রদ্ধার সঙ্গে শোনার মতো হয়। তার নেতৃত্বে খেলোয়াড়েরা নিজেদের সেরা খেলাটা দিতে অনুপ্রাণিত হয়,’ বলেন ক্যাসেমিরো।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ঘোষণা দিয়েছে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন।

আগামী ৫ জুন একুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আনচেলত্তির যাত্রা শুরু হবে। পাঁচ দিন পরই তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিতে ছয় নম্বরে থাকতে হবে ব্রাজিলকে, যেখানে তারা বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে।

আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত, তবে চাইলে সেটা বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এত স্বল্প মেয়াদে এই কোচকে পাওয়ায় কিছুটা হতাশ ক্যাসেমিরো।

‘আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, জানি তিনি কতটা প্রভাবশালী একজন কোচ। তাই কেবল এক বছরের জন্য তাকে পাওয়া যথেষ্ট নয়। আমার মতে, তাকে আরও আগেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল,’ বলেন তিনি।

জাতীয় দলের হয়ে ২০২৩ সালের অক্টোবরের পর আর খেলেননি ক্যাসেমিরো। তবে আনচেলত্তির আগমনে আবারও ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তার মনে।

‘জাতীয় দলে ফেরার ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা কঠিন। তবে এমন একজন কোচ যখন দলে আসেন, তখন জাতীয় দলে ফেরার ইচ্ছেটা জেগে ওঠে। অবশ্যই সে রকম আকাঙ্ক্ষা তৈরি হয়,’ বলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

এদিকে ইএসপিএন সূত্রে জানা গেছে, আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপ সামনে রেখে সাবেক তারকা মিডফিল্ডার জাবি আলোনসোকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১০

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৩

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৭

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৮

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১৯

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

২০
X