স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ  

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সমর্থকদের সামনে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জামাল ভূঁইয়ারা মুখোমুখি হবেন সিঙ্গাপুরের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ভারতের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে গ্রুপে সমতা এনেছে চার দলই- বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং; প্রত্যেকেরই পয়েন্ট ১। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত ‘গ্রুপ ফাইনাল’-এর মতই। এই ম্যাচে জয় মানেই এগিয়ে থাকার বড় সুযোগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ?

সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বরাবরই খেলিয়ে আসছেন ৪-৩-১-২ ফর্মেশন, যার মূল লক্ষ্য শক্ত ডিফেন্স গড়া। তবে সাম্প্রতিক সময়ে কৌশলে পরিবর্তন এনে ৪-২-৩-১ ফর্মেশনে খেলিয়েছেন ভুটান ও ভারতের বিপক্ষে, যার সুফলও মিলেছে।

এই ফর্মেশন অনুযায়ী আজ রাকিব হোসেনকে দেখা যেতে পারে মূল নাম্বার নাইনে, যার দুই পাশে উইংয়ে খেলতে পারেন ফাহমিদুল ইসলাম ও শাহ কাজেম কিংবা ফয়সাল আহমেদ ফাহিম।

ভুটান ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা চৌধুরী ও সোহেল রানা, আর অ্যাটাকিং রোলটা সামলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে দলে নতুন করে যোগ দেওয়া সামিত সোম কোচকে ফেলেছেন মধুর দ্বিধায়। জামাল বা সোহেল, কার জায়গায় খেলবেন সামিত? না কি তিনজনকে নিয়েই সাজানো হবে মাঝমাঠ?

গোলপোস্টের নিচে মিতুল মারমার থাকা প্রায় নিশ্চিত। সেন্টার ব্যাকে আছেন অভিজ্ঞ তপু বর্মণ ও তারিক কাজী। রাইট ও লেফট ব্যাকে ভুটান ম্যাচে খেলেছিলেন দুই ভাই- সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। তবে আজ সাদের সঙ্গে দেখা যেতে পারে শাকিল আহাদ তপুকে, যিনি ভারতের বিপক্ষেও শুরু করেছিলেন।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১ ফর্মেশন)

গোলরক্ষক : মিতুল মারমা

রক্ষণভাগ : সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, শাকিল আহাদ

মিডফিল্ড : হামজা চৌধুরী, সামিত সোম

অ্যাটাকিং মিড : ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া/সোহেল রানা, শাহ কাজেম/ফয়সাল আহমেদ ফাহিম

স্ট্রাইকার : রাকিব হোসেন

আজকের ম্যাচেও ক্যাবরেরার ছকে প্রধান ভরসা হতে যাচ্ছেন লেস্টার একাডেমিতে বেড়ে ওঠা হামজা চৌধুরী। বল কন্ট্রোল, পজিশনিং ও পাস কাটানোর দক্ষতায় তিনি দলের ভারসাম্য রক্ষা করবেন- যেটি সিঙ্গাপুরের বিপক্ষে ব্যবধান গড়তে পারে।

সিঙ্গাপুরের সঙ্গে আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একবার ড্র, আরেকবার হার। ২০১৫ সালের ৩০ মে ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। এবার সেই স্মৃতি মুছে ইতিহাস বদলানোর সুযোগ।

এই ম্যাচ জিতলে শুধু তিন পয়েন্টই নয়, গ্রুপের শীর্ষে ওঠার সম্ভাবনাও জেগে উঠবে বাংলাদেশের সামনে। একই দিনে ভারতের প্রতিপক্ষ হংকং। দুই ম্যাচ শেষে যে দল এগিয়ে থাকবে, তাদেরই বেশি সম্ভাবনা তৃতীয় রাউন্ড পার করে মূলপর্বে পৌঁছানোর।

সন্ধ্যার আগেই কোচ কাবরেরা চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড ঘোষণা করবেন। মাঠে কারা নামবেন সেটা জানা যাবে ঠিক তখনই। তবে আজকের ম্যাচে লাখো সমর্থকের চাওয়া একটাই- জয় হোক বাংলাদেশের!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আইসিসি র‌্যাঙ্কিংয়ে আবারও ধাক্কা খেল বাংলাদেশ 

অর্থ আত্মসাৎ : বিএনপি নেত্রী আফরোজার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

প্লট দুর্নীতি  / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে তিন বাদীর সাক্ষ্য শেষ

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লের প্রধান উপদেষ্টা 

ভারতে ভুয়া পুলিশের অফিসে আসল পুলিশের হানা

আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান

ঘরে বসে সহজ পদ্ধতিতে কিডনির পরীক্ষা করতে পারবেন

১০

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

১১

যুবকদের বড় সুখবর দিল সরকার

১২

ফিলিস্তিনিকে স্বীকৃতি / বাড়তি নজর কাড়ছে নিউজিল্যান্ড

১৩

মহাসড়ক বন্ধ করে নবীনবরণ অনুষ্ঠান

১৪

ওয়ানডেতে রোহিত-কোহলির খেলা নিয়ে যা বললেন গাঙ্গুলি

১৫

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

১৬

গানের টিজারেই ঝড় তুললেন হৃতিক আর জুনিয়র এনটিআর

১৭

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য 

১৮

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

১৯

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

২০
X