বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ  

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সমর্থকদের সামনে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জামাল ভূঁইয়ারা মুখোমুখি হবেন সিঙ্গাপুরের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ভারতের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে গ্রুপে সমতা এনেছে চার দলই- বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং; প্রত্যেকেরই পয়েন্ট ১। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত ‘গ্রুপ ফাইনাল’-এর মতই। এই ম্যাচে জয় মানেই এগিয়ে থাকার বড় সুযোগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ?

সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বরাবরই খেলিয়ে আসছেন ৪-৩-১-২ ফর্মেশন, যার মূল লক্ষ্য শক্ত ডিফেন্স গড়া। তবে সাম্প্রতিক সময়ে কৌশলে পরিবর্তন এনে ৪-২-৩-১ ফর্মেশনে খেলিয়েছেন ভুটান ও ভারতের বিপক্ষে, যার সুফলও মিলেছে।

এই ফর্মেশন অনুযায়ী আজ রাকিব হোসেনকে দেখা যেতে পারে মূল নাম্বার নাইনে, যার দুই পাশে উইংয়ে খেলতে পারেন ফাহমিদুল ইসলাম ও শাহ কাজেম কিংবা ফয়সাল আহমেদ ফাহিম।

ভুটান ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা চৌধুরী ও সোহেল রানা, আর অ্যাটাকিং রোলটা সামলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে দলে নতুন করে যোগ দেওয়া সামিত সোম কোচকে ফেলেছেন মধুর দ্বিধায়। জামাল বা সোহেল, কার জায়গায় খেলবেন সামিত? না কি তিনজনকে নিয়েই সাজানো হবে মাঝমাঠ?

গোলপোস্টের নিচে মিতুল মারমার থাকা প্রায় নিশ্চিত। সেন্টার ব্যাকে আছেন অভিজ্ঞ তপু বর্মণ ও তারিক কাজী। রাইট ও লেফট ব্যাকে ভুটান ম্যাচে খেলেছিলেন দুই ভাই- সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। তবে আজ সাদের সঙ্গে দেখা যেতে পারে শাকিল আহাদ তপুকে, যিনি ভারতের বিপক্ষেও শুরু করেছিলেন।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১ ফর্মেশন)

গোলরক্ষক : মিতুল মারমা

রক্ষণভাগ : সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, শাকিল আহাদ

মিডফিল্ড : হামজা চৌধুরী, সামিত সোম

অ্যাটাকিং মিড : ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া/সোহেল রানা, শাহ কাজেম/ফয়সাল আহমেদ ফাহিম

স্ট্রাইকার : রাকিব হোসেন

আজকের ম্যাচেও ক্যাবরেরার ছকে প্রধান ভরসা হতে যাচ্ছেন লেস্টার একাডেমিতে বেড়ে ওঠা হামজা চৌধুরী। বল কন্ট্রোল, পজিশনিং ও পাস কাটানোর দক্ষতায় তিনি দলের ভারসাম্য রক্ষা করবেন- যেটি সিঙ্গাপুরের বিপক্ষে ব্যবধান গড়তে পারে।

সিঙ্গাপুরের সঙ্গে আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একবার ড্র, আরেকবার হার। ২০১৫ সালের ৩০ মে ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। এবার সেই স্মৃতি মুছে ইতিহাস বদলানোর সুযোগ।

এই ম্যাচ জিতলে শুধু তিন পয়েন্টই নয়, গ্রুপের শীর্ষে ওঠার সম্ভাবনাও জেগে উঠবে বাংলাদেশের সামনে। একই দিনে ভারতের প্রতিপক্ষ হংকং। দুই ম্যাচ শেষে যে দল এগিয়ে থাকবে, তাদেরই বেশি সম্ভাবনা তৃতীয় রাউন্ড পার করে মূলপর্বে পৌঁছানোর।

সন্ধ্যার আগেই কোচ কাবরেরা চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড ঘোষণা করবেন। মাঠে কারা নামবেন সেটা জানা যাবে ঠিক তখনই। তবে আজকের ম্যাচে লাখো সমর্থকের চাওয়া একটাই- জয় হোক বাংলাদেশের!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

১০

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

১১

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

১২

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১৩

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১৪

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১৫

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৭

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৮

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

২০
X