

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্রাজিল। বাছাইপর্বে খুব বেশি দুর্দান্ত ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায় সেলেসাওরা। এবার দলটির সমর্থকদের জন্য মিলল সুখবর।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্বে রয়েছেন কার্লো আনচেলত্তি। তার কাজে সন্তুষ্ট ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা এই ইতালিয়ান কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল।
ব্রাজিলের দুঃসময়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সেলেসাওদের দায়িত্ব নেন আনচেলত্তি। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি সিবিএফের। তবে তার আগেই ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। নতুন চুক্তিতে আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে সিবিএফ।
নিজের দায়িত্ব পালনে বরাবরই সচেষ্ট আনচেলত্তি। দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হন না তিনি। পুরোপুরি ফিট না থাকায় দলে ফেরাচ্ছেন না নেইমারকে। তার অধীনে ব্রাজিল সেরা ছন্দে না ফিরলেও খেলায় উন্নতির ছাপ স্পষ্ট।
মন্তব্য করুন