ফুটবলারদের বয়স চুরির ঘটনা নতুন কিছু নয়। তবে বিশ্ব ফুটবলে বয়স চুরির সকল ঘটনাকে ছাপিয়ে গেছেন গ্যাবনের অ্যাটাকিং মিডফিল্ডার গুইলর কাঙ্গার। কাঙ্গার পাসপোর্টে জন্ম সাল ১৯৯০ দেওয়া হলেও মায়ের মৃত্যু হয়েছে ১৯৮৫ সালে। অর্থাৎ মায়ের মৃত্যুর ৫ বছর পর জন্মেছেন এই গ্যাবনিজ মিডফিল্ডার!
গুইলর কাঙ্গার বয়স চুরির অসম্ভব এবং অদ্ভুদ বিষয়টিই নজরে পড়েছে কনফেডারেশন অব আফ্রিকা ফুটবলের (সিএএফ)। এরই মধ্যে অভিযুক্ত গ্যাবনিজ ফুটবলারের বিরুদ্ধে জালিয়াতির তদন্ত শুরু করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কঙ্গো ফুটবল ফেডারেশন জানায়, কঙ্গোতে জন্মগ্রহণ করেন গুইলর কাঙ্গার। কিন্তু পরবর্তীতে গ্যাবন চলে যান কাঙ্গার।
বর্তমানে রেড স্টার বেলগ্রেড এবং গ্যাবন জাতীয় দলের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন কাঙ্গার। পরিচয় জালিয়াতি করে কাঙ্গারের বিরুদ্ধে গ্যাবন টিমে খেলার অভিযোগ দায়ের করে কঙ্গো ফুটবল ফেডারেশন। যার প্রেক্ষিতে তদন্তে নেমেছে সিএএফ। জালিয়াতির এই ঘটনায় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলে বড়সড় ঝামেলায় পড়তে পারেন গুইলার কাঙ্গা।
মন্তব্য করুন