বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

কোপার মিশন নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

ফুটবলারদের সঙ্গে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত
ফুটবলারদের সঙ্গে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে চলমান কোপা আমেরিকায় নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। প্রতিপক্ষ কোস্টারিকা। জয় দিয়ে মিশন শুরু করেছে চিরশত্রু আর্জেন্টিনা।

তারুণ্য নির্ভর ব্রাজিলের লক্ষ্য কী? গণমাধ্যমে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র জানান, ২০২৬ বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নিতে চান তিনি। আর তারই প্রথম ধাপ হচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিল প্রধান কোচ বলেন, 'তারুণ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল দল তৈরি হয়েছে। এই দলটাকে শক্তিশালী করে তুলতে ধাপে ধাপে এগোতে হবে। দুই বছর পরেই রয়েছে বিশ্বকাপ। তার আগে ব্রাজিল যাতে নিজেকে সবদিক থেকে তৈরি করে ফেলতে পারে, সে দিকে নজর রেখেই কোপা আমেরিকায় আমি কিছু বিষয় দেখে নিতে চাই।'

কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। আমেরিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যাচ। দরিভাল জুনিয়রের অধীনে খেলা চার ম্যাচে অপরাজিত সেলেসাওরা।

কাতার বিশ্বকাপের পর মাঠে খেলায় ছন্দহীন হয়ে পড়েছিল ব্রাজিল। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে বেশ উন্নত। দরিভাল জুনিয়র বলেন, 'নতুন মুখদের ফুটবল আমি উপভোগ করছি। ওদের মানসিকতা বুঝতে চাইছি। এটা জোর দিয়ে বলাই যায়, এই ব্রাজিল দলের ফুটবলারদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। এই কোপায় তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'

নেইমার না থাকায় আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন তিনি ভিনিসিয়ুস জুনিয়র। সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছিল তারপর পারফরম্যান্স।

কোপা ভালো করতে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান নতুন কোচ, 'ভিনি কী মানের ফুটবলার, সেটা সকলে জানেন এবং রিয়ালের হয়ে গত মৌসুমে সে তা প্রমাণ করেছে। আমি ভিনির মতো গতিশীল এবং ফিটনেসে পরিপূর্ণ ফুটবলার চাই। যে মাঠে নেমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপের মধ্যে রেখে দেওয়ার কাজ করবে।'

এ সময় তিনি আরও যোগ করেন, 'রিয়ালের খেলার সঙ্গে ব্রাজিল ফুটবলের ধরনের বেশ মিল রয়েছে। তাই ভিনিকে নতুন করে কিছু বোঝানোর দরকার পড়বে না। ওকেই এই নতুন দলের মূল দায়িত্ব নিতে হবে। আশা করি, সেই দায়িত্বেও নিজেকে প্রমাণ করবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১০

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১১

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৩

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৪

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৫

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৬

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৭

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৮

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৯

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

২০
X