ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার, ইঞ্জিনিয়ার এমএ রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার ও অধ্যক্ষ কর্নেল (অব.) ড. ইএম মোরশেদ আলমসহ অন্যরা। ছবি : কালবেলা
মঙ্গলবার বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার, ইঞ্জিনিয়ার এমএ রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার ও অধ্যক্ষ কর্নেল (অব.) ড. ইএম মোরশেদ আলমসহ অন্যরা। ছবি : কালবেলা

খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তুমি নিজেকে বুঝবে-জানবে এবং অধিকতর আত্মবিশ্বাসী এক নতুন নিজেকে খুঁজে পাবে। মনে রাখবে- হার-জিতের বিষয়টিকে তুচ্ছ জ্ঞান করে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের ফলে তোমার মধ্যে কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি পাবে। আর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি তো আছেই।

২০ জানুয়ারি, মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল (অব.) ড. ইএম মোরশেদ আলম। ক্রীড়ামোদিরা স্ব-স্ব নৈপুণ্য প্রদর্শনের জন্য বৈচিত্র্যময় রঙিন পোশাকে ভোর থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন। মার্চপাস্টের জন্য প্রস্তুত ছিল সুসজ্জিত কিশোর-তরুণ শিক্ষার্থীদের প্যারেড টিম। একই সঙ্গে প্রস্তুত ছিলেন বিভিন্ন গ্রুপের ক্রীড়াবিদরাও।

ঘড়ির কাঁটা সাড়ে দশটা নির্দেশ করতেই প্রধান ও বিশেষ অতিথিরা বিউগলের অভ্যর্থনাধ্বনি ও ফুলেল শুভেচ্ছায় আসন গ্রহণ করেন। অতঃপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

প্যারেড কমান্ডার সভাপতির অনুমতিক্রমে ব্যান্ডের তালে তালে শৃঙ্খলাবদ্ধ প্যারেড শুরু করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ডিসপ্লে পরিবেশিত হয়। বক্তব্য পর্বে প্রতিযোগিদের শুভকামনা জানিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য দেন যথাক্রমে মিসেস মনিমুন নাহার ও ইঞ্জিনিয়ার এমএ রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার ও আতিনা রশিদ। সর্বশেষ সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কর্নেল (অব.) ড. ইএম মোরশেদ আলম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা প্রদানসহ ক্যারিয়ার তথা জীবন গঠনে কীভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করেন।

সবশেষে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কর্নেল ড. ইএম মোরশেদ আলম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং খেলাধুলা কীভাবে শারীরিক ও মানসিক সুস্থতা প্রদানসহ ক্যারিয়ার তথা জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা ব্যাখ্যা করেন।

দিনব্যাপী এ আয়োজনে শ্রেণি ও বয়সভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’-সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও ছিল বিশেষ ক্রীড়া পর্ব।

অনুষ্ঠানে সাউথ পয়েন্টের মালিবাগ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. শামসুল আলম, পিএসসি), বারিধারা ক্যাম্পাসের অধ্যক্ষ এয়ার কমোডর (অব.) কাজী আব্দুল মঈন, উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন কর্নেল (অব.) মো. জাহাঙ্গীর আলম তালুকদার, পিএসসি, মিরপুর ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, শ্যামপুর ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল হক সিকদার এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উল্লাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

১০

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

১১

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

১২

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

১৩

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

১৪

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

১৫

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

১৬

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১৭

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১৯

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

২০
X