সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। গত শনিবার খার্তুমের জনবহুল ইয়ারমুক জেলায় হওয়া এ হামলায় ২৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির। সেনাবাহিনীর শীর্ষ এক জেনারেল তাদের প্রতিপক্ষ আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর হুমকি দেওয়ার এক দিন পর এ হামলা হলো। এদিকে শনিবার বিকেলের দিকে বিবদমান দুই পক্ষ নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতেও সম্মত হয়। এই বিরতি গতকাল রোববার সকাল ৬টা থেকে শুরু হয়। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও এর আগে একাধিক যুদ্ধবিরতির ঘোষণা এলেও লড়াইরত পক্ষগুলো বারবার তা লঙ্ঘন করেছে। 8বিশ্ববেলা ডেস্ক
মন্তব্য করুন